আশা করি পরে কখনো সেঞ্চুরি পাব: রাহুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল
১৪ মার্চ ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক ইনিংসে ভারতকে জিতিয়েছেন লোকেশ রাহুল। যদিও এ দিন মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ভারতকে জেতালেও সেঞ্চুরি মিসের আফসোস রয়েই গেছে এই মিডল অর্ডার ব্যাটারের।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে যখন মাঠ ছাড়ছেন, লোকেশ রাহুল সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে অপরাজিত। যদিও সেঞ্চুরিও হতে পারত সেই ইনিংসটি, যদি ৯১ রানে থাকা অবস্থায় তার ছক্কায় ভারত ম্যাচটি না জিতে যেত।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র দুই রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। তারপর বিরাট কোহলির সঙ্গে রাহুলের জুটিই পথ দেখায় ভারতকে। এই দুজনে মিলে গড়েন ২১৫ বলে ১৬৫ রানের অসাধারণ একটি জুটি।
ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার
২০ ঘন্টা আগে
রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকলেও ১১৬ বলে ৮৫ রানে ফিরে যান কোহলি। যদিও সেটা ভারতের হয়ে কোনও প্রকার বাঁধা সৃষ্টি করতে পারেনি। মাত্র ৪১.২ ওভারেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বিশ্বকাপের আয়োজক দেশ।
ম্যাচ শেষে রাহুল বলেন, ‘আমি হিসাব করছিলাম কীভাবে সেঞ্চুরিটা করতে পারি। ওই শটটা ছক্কা না হয়ে চার হলে আমি আরেকটা শট খেলার সুযোগ পেতাম। পরের শটে ছক্কা হলেই হতো। আশা করি পরে কখনো সেঞ্চুরি পাব।’
এর আগে স্টিভ স্মিথের ৪৬ এবং ডেভিড ওয়ার্নারের ৪১ রানের সুবাদে ৪৯.৩ ওভারে ১৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে মাত্র ২৮ রান খরচায় তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং কুলদিপ যাদব।