রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড

ছবি: লোকেশ রাহুল ও বেন স্টোকস

চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ড ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক জানালেন, ২৫০ রানের লক্ষ্য দেয়াই লক্ষ্য ছিল তাদের। তবে উইকেটের আচরণে তারা বিস্মিত হয়েছে। লর্ডসের উইকেটের এমন আচরণ আশা করেননি তারা। এমন অবস্থায় থেকেও পঞ্চম দিনের সকালের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ইংল্যান্ড।
‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
১৩ জুলাই ২৫
ট্রেসকোথিক বলেন, 'আমরা শুরু থেকেই চেয়েছিলাম ২৫০ রানের মতো লক্ষ্য ছুঁড়ে দিতে। তবে প্রথম ইনিংসের পর আসলে বোঝা মুশকিল হচ্ছিল, কত রান এখানে নিরাপদ হবে। আজ সকালে উইকেটের আচরণ একেবারেই আলাদা ছিল—যেমন অনিশ্চিত বাউন্স, সেটা আমরা আগে দেখিনি।'

তিনি আরও বলেন, 'আমরা চাইতাম আরও কিছু রান করতে, তবে যেটুকু করেছি সেটাই এখন ভালোভাবে ডিফেন্ড করতে হবে। আমাদের মনে হয়, স্কোরবোর্ডে একটা সম্মানজনক রান আছে এবং কালকের দিনে জয়ের মতো কিছু করার মতো জায়গায় আমরা আছি।'
ডাকেটের সঙ্গে তর্কে জড়িয়ে সিরাজের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট
২ ঘন্টা আগে
শেষ দিনের পরিকল্পনা নিয়ে ট্রেসকোথিক বলেন, 'সবকিছু নির্ভর করছে প্রথম এক ঘণ্টার ওপর। ভারত কতটা ইতিবাচকভাবে শুরু করে, আমরা বল হাতে কতটা আক্রমণাত্মক হতে পারি, আর কত তাড়াতাড়ি উইকেট পেতে পারি—এগুলোই গুরুত্বপূর্ণ।'
ইংলিশ বোলারদের দর্শক বানিয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। তিনি চতুর্থ দিন শেষে ভারতের আশার আলো হয়ে টিকে আছেন ৪৭ বলে ৩৩ রান করে। ইংল্যান্ডের চাওয়া দ্রুত রাহুলকে ফিরিয়ে ভারতকে অল আউটের পথে নিয়ে যাওয়া।
পরিকল্পনা খোলাসা করে ট্রেসকোথিক বলেন, 'রাহুল একদম ক্লাসিকাল টেস্ট ব্যাটসম্যান। সে ছাড়ার বল ছেড়ে দেয়, লেন্থ বুঝে খেলে এবং দীর্ঘ সময় ক্রিজে থাকতে চায়। প্রথম ইনিংসে সে সেঞ্চুরি করেছে, তাই আমরা চাই সে যেন কালকের শুরুতেই আউট হয়, যাতে আমরা নিচের দিকের ব্যাটারদের দ্রুত ব্যাটিংয়ে নামাতে পারি।'