promotional_ad

তবুও গিলকে নিয়ে আশাবাদী ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১২ মার্চ ২৫
ফাইল ছবি

জ্বরে ভুগছিলেন আগে থেকেই, মাঝে গুঞ্জন উঠে ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল। এমনটা হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গিলকে পাওয়া যাচ্ছে এটা প্রায় নিশ্চিতই। তবু তরুণ এই ওপেনারকে নিয়ে আশা ছাড়ছে না ভারত। এমনকি উদ্বেগও নেই বলে জানিয়েছেন রোহিত শর্মা। তবে গিল যে পুরোপুরি ফিট নয় সেটি স্বীকার করেছেন ভারতের অধিনায়ক।


ব্যাট হাতে চলতি বছর দারুণ ছন্দে আছেন গিল। এখন পর্যন্ত ৭২.৩৫ গড়ে ১ হাজার ২৩০ রান করেছেন তরুণ এই ওপেনার। যেখানে তার স্ট্রাইক রেট ১০৫.০৩। নিজের সবশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন গিল। যার শেষ দুটিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন। তবে ছন্দে থাকা এই ওপেনারকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে।



promotional_ad

বিশ্বকাপ শুরুর আগে থেকেই জ্বরে ভুগছিলেন গিল। যদিও সুস্থ হয়েছেন এই ব্যাটার। তবে এখনও শতভাগ ফিট হতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে রোহিত জানান নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে দল বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে। দলে কোনও চোট নেই।


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

১২ মার্চ ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘বড় টুর্নামেন্ট শুরুর আগের মতোই আমাদের মেজাজটা বেশ ভালো। আমরা এই টুর্নামেন্টে সত্যিই বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। নিজেদের সামর্থ্য নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। দলের সকলেই সুস্থ রয়েছে। তবে গিল শতভাগ ফিট নয় কিন্তু সে সুস্থ আছে। যদিও এটা নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই।’


‘গিল (সুস্থ হলেও) খুব একটা ভালো বোধ করছে না। তবে আমরা প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করছি। আমরা তাকে সুস্থ হয়ে দলে ফেরার জন্য সব রকম সুযোগ দেব এবং তার অবস্থা পর্যবেক্ষণ করবো। ফলে সে এখনও দল থেকে ছিটকে যায়নি।’



অবশ্য গিল খেলতে না পারলেও ওপেনিংয়ে কপাল খুলতে পারে ইশান কিশানের। সাম্প্রতিক সময়ে খেলা সব ম্যাচেই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা গেছে গিলকে। সেই সময় মিডল অর্ডারে ব্যাট করতে দেখা গেছে ইশানকে। ফলে গিলকে একাদশে না পাওয়া গেলে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ছন্দে থাকা বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball