আরও একটি বিশ্বকাপে অনিশ্চয়তার মুখোমুখি নরকিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বশ
৯ ফেব্রুয়ারি ২৫
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মোট চারটি ম্যাচে খেলা হয়নি অ্যানরিখ নরকিয়ার। এবার জানা গেল বিশ্বকাপেও অনিশ্চিত সাউথ আফ্রিকার এই পেসার। কোমরের নিচের অংশে পাওয়া চোটে আসন্ন ভারত বিশ্বকাপে নাও খেলতে পারেন তিনি।
এমন সংবাদ প্রকাশ করছে সাউথ আফ্রিকার গণমাধ্যম। দেশটির গণমাধ্যমের খবর, নির্ধারিত সময়ের মাঝে ইনজুরি একেবারেই সারেনি নরকিয়ার। আর তাই বিশ্বকাপে না খেলার কথা নরকিয়াই সাউথ আফ্রিকার ম্যানেজমেন্টকে জানিয়েছেন। যদিও আরও কিছুদিন নরকিয়ার অপেক্ষায় থাকতে চায় সাউথ আফ্রিকা।

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করতে বলা হয়েছে ক্রিকেট বোর্ডদেরকে। সেই পর্যন্ত নরকিয়ার অপেক্ষায় থাকবে সাউথ আফ্রিকা। ২০১৯ বিশ্বকাপেও বুড়ো আঙুলের ইনজুরির কারণে খেলতে পারেননি নরকিয়া। সেবার তার বদলি ছিলেন ক্রিস মরিস।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার আগে পাঁচ ওভার বোলিং করেন নরকিয়া। এই পাঁচ ওভারে নরকিয়া রান দেন ৫৮। পরে অবশ্য দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে দেখা যায় তাকে। যেখানে ১৩ বলে ১০ রান করেন তিনি।
ওই ম্যাচ শেষেই স্ক্যান করান ২৯ বছর বয়সী নরকিয়া। রিপোর্ট ভালো আসেনি তার। যার কারণে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাকে বিশ্রামে রাখার ঘোষণা দেয়। পরের দুটি ম্যাচ আর খেলতেই পারেননি তিনি।
সিরিজের প্রথম ম্যাচেও অবশ্য খেলা হয়নি নরকিয়ার। তার বদলে প্রথম ম্যাচে খেলেন জেরাল্ড কোয়েতজে। বিশ্বকাপে যদি নরকিয়া শেষ পর্যন্ত না-ই খেলতে পারেন, তাহলেও তার জায়গায় একাদশে বিবেচনা করা হতে পারে কোয়েতজেকে।