promotional_ad

কাউকে না করা সহজ নয়, রয়কে বাদ দেয়া প্রসঙ্গে বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

১২ মার্চ ২৫
জস বাটলার ও সাঞ্জু স্যামসন

বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত ভারতে যাওয়া হচ্ছে না জেসন রয়ের। হ্যারি ব্রুককে দলে নিয়ে বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ এই ওপেনারকে। বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার কথা রয়কে ফোন করে জানিয়েছেন জস বাটলার। তবে এটা তার জন্য একেবারে সহজ কাজ ছিল না বলে জানান তিনি।


বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাননি ব্রুক। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাফ সেঞ্চুরি করে দলকে জেতাতে বড় অবদান রাখা স্টোকসকে না নেয়াটা সহজ ছিল না। যে কারণে ব্রুককে বিসর্জন দেয় তারা।



promotional_ad

দ্য হান্ড্রেডে সেঞ্চুরি করে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবিটা জোরদার করেন ব্রুক। রয়ের চোট কপাল খুলে দিয়েছে তরুণ এই ব্যাটারকে। পিঠের টানের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে খেলতে পারেননি রয়। তার জায়গায় ওপেনিংয়ে খেলতে নেমে নিজের জায়গা পোক্ত করেছেন ডেভিড মালান।


আরো পড়ুন

বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়

৭ জানুয়ারি ২৫
জেসন রয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা, ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন ব্রুকও। তবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি। তবুও রয়কে বাদ দিয়ে বিশ্বকাপের দলে নেয়া হয়েছে ব্রুককে। ফলে বাধ্য হয়েই রয়কে না করে দিতে হয়েছে ইংল্যান্ড। ফোন করে সেই না করার কাজটা করেছেন বাটলার। কাউকে না করাটা তার দায়িত্ব বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক।


এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘ফোন করাটা আসলে কঠিন ছিল। আমার মনে হয় না যেকোন সময়ই এটা একেবারে সহজ। এটা অধিনায়কের কাজের অংশ যা উপভোগ্য নয়। তারা ভালো বন্ধু হোক কিংবা না হোক। এটা সুন্দর কাজ নয়। আমি মনে করি এই খবরটি দেয়া আমার দায়িত্ব। সে একজন দুর্দান্ত সতীর্থ, তাকে কল করাটা কঠিন ছিল।’



টপ অর্ডার ব্যাটার হিসেবে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিলেন রয়। তবে বাটলার মনে করেন ব্রুক দলে বৈচিত্র আনতে পারবেন। কারণ ব্রুক ১-৬ নম্বর পজিশন পর্যন্ত ব্যাটিং করতে পারেন। তাই চাইলে তাকে যেকোনো জায়গায় ব্যাটিং করানো সম্ভব। বাটলার এটাও মনে করিয়ে দিয়েছেন যে কখনও কখনও ভালো খেলোয়াড়ও মিস করেন।


বাটলার বলেন, ‘জেসন অবশ্যই টপ অর্ডার রিজার্ভ হবেন। হ্যারি, আমাদের অনুভব করিয়েছে যে সে আমাদের বৈচিত্র এনে দিতে পারে। সে ১-৬ নম্বর ব্যাটিং অর্ডার পর্যন্ত কাভার করতে পারবে। যা আমাদের স্কোয়াডের জন্য লাভজনক। কিন্তু অনেক সময় ভালো খেলোয়াড়রাও বাইরে থাকে। এটাই আসলে খেলার নৃশংসতা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball