promotional_ad

নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু ১৯ সেপ্টেম্বর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় তামিম

৯ ঘন্টা আগে
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ড সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হছে আগামীকাল। ১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। টিকিট পাওয়া যাবে অনলাইনেও। প্রাপ্যতাসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।


২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



promotional_ad

সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে খেলাগুলো মাঠে বসে দেখতে হলে। বরাবরের মতো ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে যা ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। সর্বোচ্চ ১৫০০ টাকা থাকছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য।


আরো পড়ুন

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড

১৩ ঘন্টা আগে
জিম্বাবুয়ে টেস্ট দল, ফাইল ফটো

বাংলাদেশ সিরিজ উপলক্ষে অবশ্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। এর আগে এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি ফার্গুসন। এবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পরলেন তিনি। দলটিতে নতুন মুখ হিসেবে আছেন ডিন ফক্সক্রফট।


এদিকে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে বিশ্রাম পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।



সাকিবের সঙ্গে বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দলে ৩ অনাভিষিক্ত ক্রিকেটার হলেন- জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ এবং রিশাদ হোসেন।


এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান। এশিয়া কাপের স্কোয়াড থেকে নিউজিল্যান্ডের দলে বাদ পড়েছেন নাইম শেখ, আফিফ হোসেন এবং শামীম হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball