promotional_ad

আয়ারল্যান্ড সিরিজে পরীক্ষা দেবেন রুট-রয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়

৭ জানুয়ারি ২৫
জেসন রয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা, ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য কিছুদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সমন্বয়ে গঠিত সেই দলে আছেন অভিজ্ঞ দুই ব্যাটার জেসন রয় এবং জো রুট। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভালো করতে অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা রাখাটা বেশ জরুরি। ফলে নিজেদের অভিজ্ঞ এই দুই ব্যাটারকে সেরা ছন্দ ফেরাতে আয়ারল্যান্ড সিরিজেও ডাকা হয়েছে।


ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সেখানে দলের হয়ে ডেভিড মালান, বেন স্টোকসরা দারুণ করেছেন। তবে দলের অভিজ্ঞ ব্যাটার রুট হয়েছেন ব্যর্থ। চার ম্যাচের এই সিরিজে দুই সংখ্যার ঘর ছুঁতে পেরেছেন মাত্র একবার। একটি ম্যাচে শূন্য রানেও আউট হয়েছেন তিনি। চার ম্যাচে ৯.৭৫ গড়ে করেছেন মোটে ৩৯ রান।



promotional_ad

বিশ্বকাপের আগ মূহুর্তে রুটের অফফর্ম ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে রাখা হবে ৩২ বছর বয়সী এই ব্যাটারকে। এমনকি নিজেদের বর্তমান অবস্থা এই সিরিজ থেকেই জানতে চান অধিনায়ক বাটলার। শুধু তাই নয় এখান থেকেই নিজেদের বিশ্বকাপের শেষ প্রস্ততি সারতে চান তিনি।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

রুটকে নিয়ে দলের অধিনায়ক জস বাটলার বলেন, 'জো রুটের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বিশ্বকাপের আগে আপনার কি দরকার? সে আপনাকে জানিয়ে দিবে সে আসলে কি করতে চায়। এটা (আয়ারল্যান্ড সিরিজ) আমাদের জন্য একটা সুযোগ। এটা (সিরিজ) শেষ হলেও আমরা একটা পরিষ্কার ধারনা পাব দল নিয়ে। এটা উপর ভিত্তি করেই আমরা সামনে এগিয়ে যাবো।'


এদিকে দলের অধিনায়ক বাটলার বিশ্বকাপে সম্পূর্ণ ফিট একটি টিম নিয়ে ভারতে যেতে চান। সেখানে ওপেনার রয় কপালে চিন্তার ভাজটা ফেলেছেন দলের। সদ্য শেষ হওয়া সিরিজেও পিঠের চোটে কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বিশ্বকাপের আগে এই ব্যাটরকে ছন্দে ফেরাতে আয়ারল্যান্ড সিরিজে ডাকা হচ্ছে। তবে রয়ের চোট সমস্যা কিছুটা চিন্তায় রাখছে দলকে।



বাটলার বলেন, 'তার (রয়) সবচেয়ে বড় হতাশার ব্যপার সে ফিট থাকতে চায়, খেলতে চান এবং ইংল্যান্ডকে প্রভাবিত করতে চান। তিনি ফিট এবং দলে থাকার জন্য সত্যই কঠোর পরিশ্রম করছে। তবে আমদের হাতে মাত্র কিছুদিন সময় আছে দল পূর্ণ গঠনের। এর মধ্যে আমরার দলের কোচ, অধিনায়ক, এবং নির্বাচকদের সঙ্গে কাজ করতে পারি কিভাবে দলকে সামনে এগিয়ে নেয়া যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball