promotional_ad

‘ঝুঁকি নিতে চায় না, এ কারণেই ব্যর্থ হয়’, ভারতীয় দলকে ডুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিদায়ের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন মন্তব্য করেছিলেন ভারত আইসিসি ইভেন্টে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে না। এবার নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল রোহিত শর্মাদের নিয়ে একই মন্তব্য করলেন। তার মতে ভারতের ক্রিকেটাররা ব্যক্তিগত অর্জনের দিকে বেশি মনোযোগী। এ কারণেই দলগত সাফল্য পায় না ভারত।


এক দশকের বেশি সময় আইসিসির কোনো শিরোপা জেতা হয়না ভারতের। তবে ২০১১ সালের পর আরও একবার ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তারা। ফলে অনেক বিশেষজ্ঞের মতেই বিশ্বকাপ জয়ে ফেভারিট রোহিতরা। চলমান এশিয়া কাপেও  দারুণ ছন্দে আছে তারা। রবিবার তারা এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।



promotional_ad

এশিয়া কাপে ছন্দে থাকলেও এই টুর্নামেন্টে ভারতীয় দলের শারীরিক ভাষা ঠিক নেই বলে মনে করেন ডুল। তার মতে হাই ভোল্টেজ ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলা প্রয়োজন। কিন্ত সেখানেই বারবার ব্যর্থ হচ্ছে ভারত। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন দলের ক্রিকেটাররা ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে খুব চিন্তিত। যা তাদের নির্ভীক ক্রিকেট খেলতে দিচ্ছে না।


এই প্রসঙ্গে ডুল বলেন, 'ভারতীয় খেলোয়াড়রা নির্ভীক ক্রিকেট খেলে না। তারা এখন পরিসংখ্যান ভিত্তিক ক্রিকেট খেলে। ভারতীয় খেলোয়াড়রা বেশিরভাগ সময়ই নিজেদের পরিসংখ্যান নিয়ে বেশ চিন্তিত। আমার কাছে এটা এমন একটি ব্যাপার যা তাদের ব্যাটিং নিয়ে আমাকে উদ্বিগ্ন করে তোলে।' 


ডুলের ধারণা ভারত বড় ম্যাচে ঝুঁকি নিতে চায় না। যার অন্যতম কারণ মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা ও সমালোচনা করে। তার মতে ভারতীয় দলে যথেষ্ট পরিমাণে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্ত শক্তিশালী দল হওয়ার পারেও নকআউট পর্বের মতো বড় ম্যাচে তারা ঝুঁকি নিতে চায় না। ফলেই বিশ্বকাপের মত বড় আসরে তারা ব্যর্থ হচ্ছে। 



তিনি বলেন, 'তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বিষয়টা হলো টুর্নামেন্টের সঠিক সময়ে নির্ভীক ক্রিকেট খেলা এবং আমার মনে হয় শেষ তিনটি বিশ্বকাপেও এটি তাদের মধ্যে অনুপস্থিত ছিল। তারা ঝুঁকি নিতে চায় না, কারণ তারা চিন্তায় মগ্ন থাকে (খারাপ করলে) তাদের ব্যাপারে মিডিয়ায় কি আলোচনা হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball