সাকিব ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পারে: কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে না পারলেও সাকিব আল হাসান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও দুর্দান্ত করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। রেকর্ড, পরিসংখ্যানে ছাপিয়ে গেছেন বিশ্বের বাঘা বাঘা অলরাউন্ডারদের।
ব্যাটিংয়ে যেমন গতিময় তারকাদের সামলান বোলিংয়ে তেমনি তারকা ব্যাটারদের বোকা বানান। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নিজের উপর শুধু ঘরের মাঠে ভালো খেলার তকমা লাগিয়ে রাখতে দেননি সাকিব। ক্যারিয়ারের শুরুর দিকে খানিকটা হাই অ্যাকশনে বোলিং করতে তিনি। তবে সময়ের সঙ্গে সেটা বদলে ফেলেছেন।

লম্বা সময় ধরে সাকিব বোলিং করছেন সাইড আর্মে। টপ স্পিনটা আগে করলেও সেটা এখন খানিকটা কমে গেছে। সাকিবের বোলিংয়ের শক্তির জায়গা আর্ম বল এবং গতির বৈচিত্র আনা। যা নিয়ে প্রশংসা করেছেন বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের জানান, বাংলাদেশের অধিনায়ক ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পারেন।
কোহলি-রোহিতদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত
২৯ মার্চ ২৫
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। অনেক বছর ধরে আমি তার সাথে অনেক ম্যাচই খেলেছি। তার নিয়ন্ত্রণ দারুণ। কখনো হাই আর্ম অ্যাকশন থেকে বল করা বা কখনো সাইড আর্ম অ্যাকশনে বল করা, পেসে তারতম্য করা... নতুন বলেও সে দারুণ বল করে থাকে।’
‘ব্যাটারের সঙ্গে ছলনা করতে পারেন। ইকোনমিক্যাল বোলিংও করতে পারেন। তো উনি অনেক অভিজ্ঞ বোলার। এসব বোলারের বিপক্ষে আপনাকে আপনার সেরাটাই খেলতে হবে। যদি আপনি না খেলেন, তাহলে এরা আপনাকে চাপে ফেলবে। আপনাকে ওদের আউট করার সম্ভাবনাও বেড়ে যাবে।’
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের। সেই সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। লম্বা ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে ব্যাট হাতে ১৪ হাজারের বেশি রান করা সাকিব বোলিংয়ে নিয়েছেন ৬৮০ উইকেট।
সাকিবকে স্মার্ট ক্রিকেটার আখ্যা দিয়ে হার্দিক পান্ডিয়া বলেন, ‘সাকিব খুবই স্মার্ট বোলার, স্মার্ট ক্রিকেটার। লম্বা সময় ধরে সে বাংলাদেশকে নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে। সে খুবই চালাক ক্রিকেটার। সে জানে কীভাবে কি করতে পারবে। সফলতার পথ সম্পর্কে সে ভালোভাবেই জানে।’