promotional_ad

বাংলাদেশের ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ক্ষুব্ধ হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা

১৫ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ পণ্ড হতে পারে এমন চিন্তা থেকে ১০ সেপ্টেম্বরের এই ম্যাচে যোগ করা হয়েছে রিজার্ভ ডে। একই ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও। অথচ এই দুই দেশের ম্যাচের জন্য রাখা হয়নি রিজার্ভ ডে। যা নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন চান্দিকা হাথুরুসিংহে।


শ্রীলঙ্কার পাল্লেকেলেতে হওয়া তিনটি ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ভারত ও পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি দুটি ম্যাচে ফলাফল এসেছে। যদিও নেপালের বিপক্ষে ভারতের ম্যাচটির দ্বিতীয় ইনিংস নামিয়ে আনা হয়েছিল ২৩ ওভারে। পাল্লেকেলেতে আর কোন ম্যাচ না থাকলেও তুষ্ট হওয়ার কিছু নেই সমর্থকদের।



promotional_ad

পাল্লেকেলের মতো বৃষ্টির সম্ভাবনা আছে কলম্বোতেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী এক সপ্তাহে এখানে ভারী বর্ষণ হতে পারে। প্রতিদিনই ৮০-৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাতের দিকে। ফলে বেশিরভাগ ম্যাচেই বাগড়া দেবে বৃষ্টি।


বেরসিক বৃষ্টির কারণে প্রায় সবগুলো ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এমন খবর জানার পর ভারত-পাকিস্তান ম্যাচে যুক্ত করা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যেখানে রিজার্ভ ডে থাকছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এমন সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ হাথুরুসিংহে। অতিরিক্ত দিন পেলে খুশি হতেন বলে জানান বাংলাদেশের প্রধান কোচ।


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’



টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি দেশকে মেইলে জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে এটি নিয়ে কোচ কিংবা খেলোয়াড়দের সঙ্গে তেমন কোন আলোচনা করা হয়নি বলে জানান হাথুরুসিংহে। যার ফলে এটি নিয়ে মন্তব্য করতে চান না বাংলাদেশের প্রধান কোচ। অন্য কোন টুর্নামেন্টে মাঝ পথে এমন নিয়ম পরিবর্তন আগে দেখেননি বলে জানান তিনি।


হাথুরুসিংহে বলেন, ‘যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আসলে খুব বেশি কিছু বলার থাকে না। যদি আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হতো, তাহলে আমরা কিছু একটা বলাটা পছন্দ করতাম। যেহেতু ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে, আমি খুব বেশি চিন্তা করছি না। আমরা শুধু সেটাই করবো, যা করতে বলা হবে। আমি এরকম কিছু অন্য টুর্নামেন্টে দেখিনি। টুর্নামেন্টের মাঝখানে এমন নিয়ম বদলে ফেলা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball