বিপিএলে সাকিবের রংপুর রাইডার্সে খেলবেন হাসারাঙ্গা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার
২৯ ডিসেম্বর ২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফ্র্যাঞ্চাইজিটি অভিনব এক উপায়ে তাদের অফিশিয়াল ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএল শুরু হতে এখনো বেশ কয়েকমাস বাকি। ইতোমধ্যেই দল গুছিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় হাসারাঙ্গাকে দলে নিলো রংপুর। এর আগে বুধবার রাতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের খেলার বিষয়টি ফেসবুকে জানায় তারা।

এ ছাড়া আগে থেকেই তারা দলে ভেড়ায় বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান এবং বাবর আজমকে চূড়ান্ত করার পর নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
যেখানে ক্রিকেটারের প্রতীকী ছবি ব্যবহার করে সমর্থকদের জন্য তিনটি ক্লু দেয়। প্রথমটি ছিল সেই ক্রিকেটার একজন স্পিন বোলিং অলরাউন্ডার। দ্বিতীয়টি হলো ওয়ানডেতে তৃতীয় অভিষিক্ত ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি।
তৃতীয় ক্লু'টি ছিল তিনি গেল এলপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। আর এই তিনটি ক্লু'ই ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্ষেত্রে সঠিক! আসন্ন বিপিএলে সাকিবের অধীনেই খেলতে দেখা যাবে তাকে।
এদিকে গত বছরের দল থেকে হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও শেখ মাহেদীকে ধরে রেখেছে রংপুর। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা বিপিএলের দশম আসরের।