ইংল্যান্ডের সামনে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১০ ঘন্টা আগে
চেষ্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে লুক উড, ব্রাইডন কার্সের অসাধারণ বোলিং এবং পরবর্তীতে ডেভিড মালান ও হ্যারি ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৯ রান তোলে নিউজিল্যান্ড। শুরু থেকেই কিছুক্ষণ পর পর উইকেট হারাতে থাকে তারা। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় দলটি। আট বলে তিন রান করে উডের বলে ফিরে যান ডেভন কনওয়ে।
১৫ বলে ২১ রান করে কার্সের বলে বোল্ড হয়ে পরের ওভারেই ফিরে যান ফিন অ্যালেন। তিনে নামা টিম সেইফার্টও সুবিধা করতে পারেননি। ছয় বলে ৯ রান করা এই উইকেটরক্ষককে বোল্ড করে ফেরান উড।

এরপর গ্লেন ফিলিপসের ব্যাটে কিছুটা স্বস্তি খুঁজে পায় কিউইরা। রয়েসয়ে ৩৮ বলে ৪১ রান করেন তিনি। কিউইদের হয়ে উল্লেখ করার মতো ইনিংস খেলতে পারেননি আর কেউই। ৯ বলে ১০ রান করেন অ্যাডাম মিলনে এবং ১২ বলে ১৬ রান করেন ইস সোধি।
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন উড এবং কার্স। একটি করে উইকেট নেন আদিল রশিদ, মঈন আলী এবং লিয়াম লিভিংস্টোন।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান জনি বেয়ারস্টো। দুই বলে চার রান করে টিম সাউদির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইংল্যান্ড তাদের দ্বিতীয় উইকেট হারায় সপ্তম ওভারে।
ততক্ষণে দলটির রান হয়ে যায় ৬২। ১২ বলে ২২ রানের ইনিংস খেলে সোধির বলে ফিরে যান জ্যাকস। এই ওপেনারের সঙ্গে ৫৭ রানের জুটি গরার পর ব্রুকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন মালান। ৪২ বলে ৫৪ রানের ইনিংস খেলে লকি ফার্গুসনের বলে বিদায় নেন তিনি।
তারপর ইংল্যান্ডকে নিরাপদেই জয়ের বন্দরে পৌঁছে দেন ব্রুক এবং লিভিংস্টোন। ২৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন ব্রুক, লিভিংস্টোন করেন চার বলে অপরাজিত ১০ রান।