উইলিয়ামসনকে দুই সপ্তাহ সময় বেধে দিলেন স্টেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে ধারাভাষ্য দেবেন দল না পাওয়া উইলিয়ামসন
২২ মার্চ ২৫
বিশ্বকাপে কেন উইলিয়ামসনকে পেতে শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছিলেন দলটির প্রধান কোচ গ্যারি স্টেড। যদিও এই মুহূর্তে এসে নির্ভরযোগ্য এই ব্যাটারকে সময় বেধে দিয়েছেন তিনি। বিশ্বকাপে খেলতে হলে ২ সপ্তাহের মধ্যেই তাকে পুরোপুরি ফিট হতে হবে।
অবশ্য উইলিয়ামসনকে দলে ফেরাতে সব রকম সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন কিউই কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ মৌসুমে প্রথম ম্যাচেই হাঁটুর চোটে পড়েছিলেন উইলিয়ামসন। পড়ে জানা যায় লিগামেন্টের সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
এরপর মাস চারেক মাঠের বাইরে ছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। কদিন আগেই অনুশীলনে ফিরেছেন তিনি। নেটে তাকে ব্যাটিং করতেও দেখা গেছে। তবে উইলিয়ামসন ম্যাচ খেলার মতো ফিট কিনা সেটাই দেখতে চাইছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

এদিকে ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন। তবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সেই স্কোয়াডে আবার পরিবর্তনও আনা যাবে। ফলে বোঝাই যাচ্ছে দলে ফেরার জন্য খুব বেশি সময় হাতে নেই উইলিয়ামসনের। সাবেক এই অধিনায়ক এখনও ম্যাচ খেলার মতো ফিট নন বলে মনে করেন কিউই কোচ।
নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড
৮ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে স্টেড বলেন, 'চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের এখন থেকে প্রায় দুই সপ্তাহ সময় আছে। এই সম্পূর্ণ সময়টাকে কাজে লাগাতে আমরা তাকে প্রতিটি সুযোগ দিব। সে পুনর্বাসনপ্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু করেছে, সে নেটেও ব্যাটিং করছে। দেখে ভালো লাগছে সে দারুণ উন্নতি করছে। কিন্তু আমরা তাকে যেভাবে (পারফরমেন্স) চাচ্ছি সেখানে পৌঁছানোর জন্য তার এখনও অনেক কাজ বাকি।'
উইলিয়ামসন দলে ফিরলেও যে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে থাকবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। দলের সেরা ব্যাটারকে দলে পেতে মরিয়া দলটির কোচ। তবে স্টেডের চিন্তায় শুধুমাত্র বিশ্বকাপ নয় বরং প্রাধান্য পাচ্ছে উইলিয়ামসন ফিটনেস নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
তিনি বলেন, 'আমরা সকল কিছুই বিবেচনায় আনছি। কেনকে (উইলিয়ামসন) দলে নেয়া হলেও সে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে সুযোগ নাও পেতে পারে, এমন শঙ্কাও রয়েছে। আবার সে থাকতেও পারে, আবার সে দলের জন্য প্রস্তুত নাও থাকতে পারে।'
'এটা কিছুটা ভবিষ্যৎ অনুমান করা কাচের বলের দিকে তাকিয়ে থাকার মতো। যে সে (বিশ্বকাপে) কোথায় থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। কিন্ত আমাদের তাকে নিয়ে বৃহৎ পরিসরে ভাবতে হবে। আমরা উইলিয়ামসনকে তার ক্যারিয়ার জুড়ে ফিট দেখতে চাই।'