এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান শরিফুল
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর শুরু হচ্ছে রবিবার থেকে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়দের সঙ্গে এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে মোহাম্মদ মিঠুন ও শরিফুল ইসলামদের।
শনিবার এলপিএল খেলতে দেশ ছেড়েছেন টাইগার পেসার শরিফুল। তিনি কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এবারের আসরে খেলবেন। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া শরিফুল দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানিয়েছেন প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ায় রোমাঞ্চিত তিনি। কদিন পরেই এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এলপিএলে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগবে বলে আশাবাদী শরিফুল।
এই টাইগার পেসার বলেন, 'সবার জন্যই, প্রথমবার যে কোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কি, একটু হলেও রোমাঞ্চিত আছি। হ্যাঁ অবশ্যই সাহায্য করবে (এশিয়া কাপে)। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে।'
জিম আফ্রো টি-টোয়েন্টি ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। সতীর্থ এই পেসারের পারফরম্যান্সের অনুপ্রেরণা যোগাচ্ছে শরিফুলকে। তিনি বলেন, 'অবশ্যই (অনুপ্রেরণা পাচ্ছি)! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।'
এলপিএলে নিজের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে শরিফুল বলেছেন, 'যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।'