ইউসুফ-মুশফিকের ব্যাটে অবিশ্বাস্য জয়ে ফাইনালে জো বার্গ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা
২৪ মার্চ ২৫
জিম আফ্রো টি-টেন লিগের প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ডারবান কালান্দার্স। ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে এই অবিশ্বাস্য লক্ষ্য ১ বল হাতে রেখেই পাড়ি দিয়েছে জোবার্গ বাফালোস।
শেষ ওভারে জিততে ২০ রান প্রয়োজন ছিল জো বার্গের। স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম। প্রথম বলে সিঙ্গেল নিয়ে ইউসুফকে স্ট্রাইক দেন মুশফিক। দ্বিতীয় বলে লং অন দিয়ে ছক্কা হাঁকান ইউসুফ। পরের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে পুল করে চার মারেন এই ভারতীয় ব্যাটার।

পরের বলে লং অন দিয়ে আবারও ছক্কা হাঁকান ইউসুফ। শেষ দুই বলে ৩ রানের সমীকরণ ইউসুফ মিটিয়েছেন ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে। ইউসুফ শেষ পর্যন্ত ২৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মুশফিক ১০ বলে ১৪ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন। আর তাতেই ৬ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জোবার্গ।
এর আগে বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৯ রানেই তারা হারায় ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট। ১৭ রানে হাফিজ ফিরে গেলে আরেক ওপেনার টম বেন্টন আউট হন মাত্র ৪ রান করে। উইল স্মিদ ১৬ ও রবি বোপারা ১ রান করে আউট হয়ে গেলে বড় বিপদে পড়ে জোবার্গ।
এরপর ইম্পেক্ট সাব হিসেবে ইউসুফকে সঙ্গ দিতে আসেন মুশফিক। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন ইউসুফ ও মুশফিক। ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ইউসুফ। কালান্দার্সের হয়ে ২টি উইকেট নিয়েছেন তৈয়ব আব্বাস। একটি করে উইকেট পান ডায়েন দুপাভিলিয়ন ও টেন্ডাই চাতারা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে ফ্লেচারের ১৪ বলে ৩৯, আসিফ আলীর ১২ বলে ৩২ ও নিক ওয়েলচের ৯ বলে অপরাজিত ২৪ রানে ১৪০ রানের বিশাল পুঁজি পায় কালান্দার্স। জোবার্গের নূর আহমেদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর এনউচি।