‘জন্মদিনে ভারতকে সেঞ্চুরি উপহার দাও’, ইশানকে রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
১৪ ঘন্টা আগে
গতকালই (১৮ জুলাই) জন্মদিন ছিল ইশান কিশানের। মাত্র কয়েকদিন আগে টেস্ট অভিষেক হওয়া এই উইকেটরক্ষককে এখনও কোনও উপহার দেননি রোহিত শর্মা। উল্টো ইশানকেই তিনি বলছেন দেশকে সেঞ্চুরি 'উপহার' দিতে। আগামী ২০ জুলাই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টেই ইশানের ব্যাটে সেঞ্চুরি চান রোহিত।
সংবাদ সম্মেলনে রোহিতকে প্রায়ই খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। মজার ছলে বলেন অনেক রকম কথা, আবারও সেটাই করলেন। প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানের জয়ের পর, বেশ ফুরফুরে মেজাজে আছেন রোহিত। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা, ইশানের জন্মদিন নিয়ে প্রশ্নের উত্তরটি রোহিত দিয়েছেন একটু মজা করেই।

ইশানের জন্মদিনে তাকে কোনও গিফট দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'সে কি উপহার চায় জন্মদিনের? কি চাস তুই ভাই? (কিশানের দিকে তাকিয়ে) ওর সব কিছুই আছে। এই বিষয়ে দলেরই কিছু চাওয়া উচিত। সেটা হওয়া উচিত দলের জন্য অবদান। জন্মদিনের উপহার তুই আমাদের দে ভাই, একটি সেঞ্চুরি কর।'
প্রথম টেস্টে ভারতের বড় জয়ে ব্যাট হাতে অবদান রাখার প্রয়োজনই হয়নি ইশানের। মাত্র এক ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পাওয়া ইশান ২০ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচে ভারতীয় অধিনায়ক তার প্রথম রান না করা পর্যন্ত ইনিংস ঘোষণা করেননি।
‘রিজওয়ানের মতো অহেতুক আবেদন করলে আউট পাবে না’
২৭ মার্চ ২৫
সেই ম্যাচে নিজের যোগ্যতার পরিচয় দেয়ার সুযোগ না পেলেও, আসন্ন ম্যাচে তার কাছে অধিনায়কের এমন আবদার। রোহিত মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সামনের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। দুদলের মধ্যকার শততম টেস্টকে নিজেদের জন্য স্মরণীয় করার ইচ্ছাও প্রকাশ পেয়েছে তার কণ্ঠে।
'ভারতীয় দলকে এমন খেলায় নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয় যা প্রতিদিন ঘটে না। দুই দলের অনেক ইতিহাস আছে, অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমি এই টেস্টে ভিন্ন কিছু আশা করব না। আমি নিশ্চিত তারা (ওয়েস্ট ইন্ডিজ) সিরিজে ফেরার চেস্টা করবে এবং এটি উভয় দলের জন্যই উত্তেজনাপূর্ণ হবে।'