promotional_ad

অধিনায়ক রোহিতের ভবিষ্যত নিয়ে সন্দিহান চোপড়া

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘শিরোপা জিততে চাইলে বেঙ্গালুরুকে সেরা দুইয়ে থাকতে হবে’

৩ মে ২৫
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ভারতের। টানা দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া করায় সমালোচনার অন্ত নেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণে নেতৃত্ব হারাতে পারেন তিনি। এদিকে আকাশ চোপড়াও মনে করেন, এমন অবস্থায় রোহিতই অধিনায়ক হিসেবে থাকবেন সেই নিশ্চয়তা শতভাগ নেই।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে এমন সাফল্য পাওয়ার পর ট্রফি জিততে বিরাট কোহলির পর রোহিতের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় বিসিসিআইসিসি। নেতৃত্ব নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারই ব্যর্থ হয়েছেন রোহিত।


জিততে পারেননি সবশেষ এশিয়া কাপও। ওয়ানডে ক্রিকেটে অবশ্য এখনও তেমন পরীক্ষার মাঝে পড়তে হয়নি তাকে। ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে ২০২৩ বিশ্বকাপে। টেস্টে অবশ্য শিরোপার ছোঁয়ার মিশনে ব্যর্থ রোহিতের দল।


promotional_ad

প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ হয়েছিল ভারতের। এবার ট্রফি জিততে পারেননি অস্ট্রেলিয়ার কাছে হেরে। অধিনায়ক হিসেবে রোহিতের পরিসংখ্যান একেবারে খারাপ নয়। সাত ম্যাচের মাঝে চারটিতেই জয় পেয়েছে তার দল। তবে শিরোপা জিততে না পারায় টেস্টের নেতৃত্ব হারাতে হতে পারে রোহিতকে।


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

এমন গুঞ্জন বেশ ভালোভাবেই চড়াও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। যদিও এখন মন্তব্য পাওয়া যায়নি বিসিসিআইয়ের কাছ থেকে। রোহিত অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ভালো হলেও বয়স যে তার বিপক্ষে সেটাই মনে করিয়ে দিয়েছেন চোপড়া।


নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ‘রোহিত খুবই ভালো অধিনায়ক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রোহিত ব্যাটার হিসেবেও ভালো। এটাতেও সন্দেহ নেই। তবে ভবিষ্যত এভাবেই থাকবে আমার সেটা মনে হয় না। কারণ টানা দুইবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা জিততে পারেনি। বয়স তার পক্ষে না। এটাই আসলে বাস্তবতা।’


চলমান অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। বয়স পক্ষে না থাকলেও রোহিত চাইলে ২০২৩-২৫ চক্রে খেলতে পারবে বলে মনে করেন চোপড়া। ছয়টা সিরিজ তার জন্য অনেক সময় বলেও জানান তিনি।


চোপড়া বলেন, ‘আপনি যখন পরের দুই বছরের দিকে তাকাবেন তখন আরও একটি চক্র যেটা ২০২৩-২৫। সে যদি টেস্ট ক্রিকেট খেলতে চায় তাহলে এখনও খেলতে পারবে। ছয়টা সিরিজ অনেক সময়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball