promotional_ad

রশিদ-নবিদের নিয়ে বাংলাদেশে আসছে আফগানিস্তান

এসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল রশিদ খানকে। স্কোয়াডে ছিলেন না মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো ক্রিকেটাররাও। যেখানে বাংলাদেশের কাছে রীতিমতো ধরাশয়ী হয়েছে হাশমতউল্লাহ শাহিদীর দল। এবার দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। 


বাংলাদেশের সফরের জন্য ঘোষিত আফগানিস্তানের ওয়ানডে দলে রাখা হয়েছে রশিদ, নবি আর মুজিব উর রহমানদের। এদিকে সবশেষ শ্রীলঙ্কার সিরিজের দলে থাকা ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররাও রয়েছে স্কোয়াডে।


সবশেষ শ্রীলঙ্কা সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা জিয়াউর রহমান আকবর, শাহিদুল্লাহ কামাল জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরের মূল স্কোয়াডে। নতুন করে এবার সুযোগ পেয়েছেন সালিম শাফী, সৈয়দ আহমদ শিরজাদ এবং ইজহারুল্লাহ নাভিদ। 


promotional_ad

ফরিদ আহমদ মালিক এবং নূর আহমেদের মতো ক্রিকেটাররা অবশ্য দল থেকে জায়গা হারিয়েছেন। স্কোয়াডে নেই নাভিন উল হকের মতো পেসারও। এদিকে ভবিষ্যত ওয়ানডে এবং আইসিসির ওয়ানডে সুপার লিগের জন্য ব্যাক আপ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ১০ ক্রিকেটারকে। 


আরো পড়ুন

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি

১৮ ফেব্রুয়ারি ২৫
দুই ছেলের সঙ্গে মোহাম্মদ নবি (বামে), ফাইল ফটো

যেখানে রয়েছেন করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি। তারা দলের সঙ্গে থেকে নিজেদের প্রস্তুত করবেন।


জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫ জুলাই হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল।


আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদুল্লাহ কামাল, ইবরাহিম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল্লাহ নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমাদ, সালিম শাফী এবং সৈয়দ আহমদ শিরজাদ।


রিজার্ভ ক্রিকেটার- করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball