promotional_ad

রায়নার অনুমতি নিয়েই তাকে বাদ দিয়েছিলেন ধোনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১৫ এপ্রিল ২৫
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

২০২১ সালেই শেষ হয়েছিল চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়নার আইপিএল ক্যারিয়ার। সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে। বছর দুয়েক পর জানা গেল, রায়নার কাছ থেকে অনুমতি নিয়েই তাকে দল থেকে বাদ দিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


২০২১ সালে 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে আইপিএলের মাঝপথে দল ছাড়েন রায়না। সেই সময়ে ভারতের গণমাধ্যম জানিয়েছিল, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদের কারণেই নাকি আইপিএল ছাড়েন রায়না। যদিও সত্যটা হচ্ছে ধোনির সঙ্গে আলোচনা করে নিজেই দল থেকে বেরিয়ে পড়েন সেই সময় অফ-ফর্মে থাকা রায়না।


promotional_ad

সম্প্রতি জিও সিনেমার একটি অনুষ্ঠানে রবিন উথাপ্পার সঙ্গে নিজের আইপিএল ক্যারিয়ারের শেষভাগের মুহূর্ত নিয়ে আলোচনা করেন রায়না, 'যখন ধোনি এবং আমি কথা বলি, আমিই তাকে বলেছিলাম রবিন উথাপ্পাকে খেলিয়ে দেখতে পারো। সে আমার অনুমতি নিয়েই তোমাকে খেলিয়েছে। আর আমি তাকে বলেছি, 'সে (উথাপ্পা) একমাত্র লোক যে তোমাকে ফাইনালে নিয়ে যাবে, বিশ্বাস রাখো।''


'ধোনি আমাকে বলেছে, 'দেখো আমরা ২০০৮ সাল থেকে একসঙ্গে খেলছি। তবে আমি এই মৌসুমটি জিততে চাই। এখন তুমিই আমাকে বলো কি করা যায়।' আমি বলেছিলাম, 'রবিনকে তিনে খেলাও এবং নিশ্চিত করো ফাইনাল পর্যন্ত সে যেন একাদশে থাকে। তুমি জিতলে চেন্নাই জিতবে। আমি খেলি বা সে খেলে। রায়না আর রবিন একই।''


ক্রিকেট বিশ্বে ধোনি আর রায়নার বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। ভারতের জাতীয় দল বা চেন্নাইতে অসংখ্য ম্যাচ একসঙ্গে জিতেছেন এই দুজন। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিও একইসঙ্গে জিতেছেন ধোনি এবং রায়না।


এ ছাড়া চেন্নাইয়ের হয়ে চারটি শিরোপাও একসঙ্গে জিতেছেন এই দুজন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুজনই একইসঙ্গে অবসরে যান। ধোনি অবসর নেয়ার কিছুক্ষণ পর অবসরের ঘোষণা দেন রায়নাও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball