মিরপুর টেস্ট খেলার জন্য জার্সিও ছিল না আফগানিস্তানের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফরে এসে ভিন্ন ধরণের এক জটিলতার সম্মুখীন হয়েছিলো আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্টে পরিপূর্ণভাবে মাঠে নামা নিয়ে সংশয়ে ছিল সফরকারীদের। তবে শেষ পর্যন্ত সব সংশয় ও জটিলতা দূর করে আজ মিরপুরে টেস্ট খেলতে নেমেছে হাশমতউল্লাহ শহীদির দল।
১০জুন বাংলাদেশে পা রাখে আফগানিস্তান। ১১জুন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল দলটির ম্যাচ ও প্র্যাক্টিস জার্সি। কিন্তু শেষ পর্যন্ত সব ক্রিকেটারের জার্সি সময়মত এখানে এসে পৌছাতে পারেনি।
এমন অবস্থায় ম্যাচ জার্সি পরে মাঠে নামা নিয়ে তৈরি হয় সংশয়। যদিও শেষ পর্যন্ত সফরকারী দলটিকে সহায়তা করতে এগিয়ে আসে বাংলাদেশের একটি জার্সি প্রস্তুতিকারী প্রতিষ্ঠান।

আসওয়াদ স্পোর্টস নামের কোম্পাটি ১১ জুন জার্সি তৈরির অর্ডার গ্রহণ করে ম্যাচের আগের দিন ডেলিভারি দিতে সক্ষম হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে অর্ডারটি গ্রহণ করেন আসওয়াদ স্পোর্টসের কর্নধর ফাহিম মুনতাসির রহমান।
এই বিষয়ে ক্রিকফ্রেঞ্জিকে ফাহিম মুনতাসির বলেন, 'আসলে ওদের যে জার্সিগুলো আসার কথা ছিল, তা সময়মত এসে পৌছায়নি বা কোন এক জটিলতায় আটকে গিয়েছিল। পরবর্তীতে ওদের (আফগানিস্তান) মিডিয়া ম্যানেজার আমার সঙ্গে যোগাযোগ করেন।'
'আমি ১১ জুন ম্যাচ ও প্র্যাক্টিস জার্সির অর্ডারটি নিই। ম্যাচের আগের দিন তা সময়মত ডেলিভারি দিতেও সক্ষম হয়েছি। জার্সি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ওরা একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল', আরও যোগ করেন তিনি।
এদিকে এই জার্সি তৈরিতে উন্নত মানের ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন মুনতাসির। ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল যে ফেব্রিক্সের জার্সি বানিয়েছিল, সেরকম ফেব্রিক্সে আফগানিস্তানের জার্সি তৈরি হয়েছে বলে জানান আসওয়াদ স্পোর্টসের কর্ণধার।
ফাহিম মুনতাসির বলেন, 'বিশ্বকাপে ব্রাজিল যে কাপড় দিয়ে জার্সি বানিয়েছিল, আমরা সেটাই ব্যবহার করেছি। অনুশীলনের জার্সি তৈরি হয়েছে সেটা দিয়েই। যার নাম জ্যাকুয়ার্ড ফ্যাব্রিক্স আর ম্যাচ জার্সি তৈরি হয়েছে মের্সিলেস ফ্যাব্রিক্স দিয়ে।'
এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের কোম্পানির তৈরিকৃত জার্সি পড়েই টেস্ট খেলছে বাংলাদেশ। বিপদে সফরকারী দলটিকে সহায়তা করায় পুরো আফগানিস্তান দলের ধন্যবাদ পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন ফাহিম মুনতাসির।