মনোবিদ নিয়ে ঢাকায় এলেন হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২১ এপ্রিল ২৫
আগামী ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। যদিও দলের সঙ্গে এখনও যোগ দেননি বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
শনিবার দিবাগত রাতে তিনি দেশে ফিরেছেন। হাথুরুসিংহে শ্রীলঙ্কান হলেও তার পরিবারের স্থায়ী নিবাস এখন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই ছুটি কাটিয়ে তিনি বাংলাদেশে ফিরেছেন।

বাংলাদেশের প্রধান কোচ এদিন সঙ্গে নিয়ে এসেছেন মনোবিদ অ্যালান ব্রাউনকে। জানা গেছে আগামী দুই সপ্তাহ এই মনোবিদ ক্রিকেটার ও স্টাফদের স্ট্রেন্থ, লিডারশিপ নিয়ে কাজ করবেন।
জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি
৪ ঘন্টা আগে
১৪ জুন থেকে মিরপুরে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। হাথুরুসিংহে দলের সঙ্গে যোগ দেয়ার পরই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহরের সঙ্গেই দেখা যেত একজন মনোবিদকে। যদিও বেশ অনেকদিন ধরেই স্থায়ী কোনো মনোবিদ নেই।
কদিন আগেই বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের জন্য ডেভিড স্কটকে মনোবিদ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এবার জাতীয় দলের জন্যও মনোবিদের দ্বারস্থ হলো বিসিবি।