promotional_ad

জয়ের সেঞ্চুরি ও ইয়াসিরের দৃঢ়তায় হার এড়াল বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ রানে ফাহাদের ৪ উইকেট, চট্টগ্রামের জয় ১০ উইকেটে

১৪ ডিসেম্বর ২৪
১১ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক ফাহাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

পুরো সিরিজ জুড়েই নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিংয়ে মেলে ধরতে পারেননি জাকির হাসান-সাইফ হাসানরা। ব্যর্থতার বৃত্তে ছিলেন মাহমুদুল হাসান জয়ও। তবে শেষ ম্যাচের শেষ দিনে এসে দলকে হার থেকে বাঁচাতে ৭ ঘণ্টা লড়াই করলেন ডানহাতি এই ওপেনার, পেয়েছেন সেঞ্চুরির দেখাও। জয়ের সঙ্গে এদিন ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন ইয়াসির আলী রাব্বিও। তাদের দুজনের ব্যাটেই মূলত তৃতীয় টেস্টে হার এড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচ হারায় সিরিজ খোয়াতে হলো স্বাগতিকদের।


সিলেটে আগের দিনের বিনা উইকেটে ৪৭ রান নিয়ে শেষ দিন সকালে ব্যাটিংয়ে নামেন জাকির ও জয়। তাদের দুজনের ব্যাটে সকালের শুরুটা ভালো করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে স্বাগতিকদের টেনে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের জুটির সেঞ্চুরির হওয়ার আগেই জাকিরকে ফেরান কেভিন সিনক্লেয়ার।


promotional_ad

ডানহাতি এই অফ স্পিনারের লাফিয়ে উঠা বল আর টার্নে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জাকির। বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ৯৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। আফগানিস্তানের সিরিজের একমাত্র টেস্টের জন্য প্রস্তুতি নিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলানো হয় তাকে।


আরো পড়ুন

ইয়াসির, শামীম, অঙ্কনদের ‘ঝড়’ নিয়ে বিপিএল শেষে আলাপ করতে চান সোহান

৩১ ডিসেম্বর ২৪
মাহিদুল ইসলাম অঙ্কন (বামে), ইয়াসির আলী রাব্বি (মাঝে), শামীম হোসেন পাটোয়ারী (ডানে), ক্রিকফ্রেঞ্জি

যদিও প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়কের। সিনক্লেয়ারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটার?? প্রথম ইনিংসে ৫ রান করা মুমিনুল এবারও আউট হয়েছেন ৫ রানেই। চারে নেমে জয়কে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন সাইফ।


সেই সঙ্গে খানিকটা ওয়ানডে মেজাজে রান তুলছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। দ্রুত রান তুলতে গিয়ে আকিম জর্ডানকে উইকেট দিয়েছেন ৪৯ বলে ৩৮ রান করা সাইফ। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন জর্ডানের বলে ম্যাক্যাসকির হাতে ক্যাচ দিয়ে। এদিকে ১১৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দিচ্ছিলেন জয়।


তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির। যদিও ৭ রানের মাথায় জীবন পান ডানহাতি এই ব্যাটার। জীবন পেয়ে সেটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। মাত্র ৫৮ বলে করেছেন হাফ সেঞ্চুরি। যদিও শেষ পর্যন্ত সিনক্লেয়ারের বলের বোল্ড হতে হয়েছে ৬৭ রান করা ইয়াসিরকে।


ডানহাতি এই ব্যাটার ফিরলেও শেষ বিকেলে সেঞ্চুরি তুলে নেন জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২২৩ বলে সেঞ্চুরি পাওয়া জয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৪ রানে। আর তাকে সঙ্গ দেয়া শাহাদাত হোসেন দিপু করেছেন ২০ রান। বাংলাদেশ ৪ উইকেটে ৩০৬ রান করলে ম্যাচটি ড্র হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball