৬৫ ওভারের আগে কেন সাকিব এলেন না, জানালেন তাইজুল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৮ ঘন্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। দিনের প্রথম দুই সেশনে বলই হাতে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। যদিও স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে। এই দুই সেশনে সাকিব ৫ জন বোলার ব্যবহার করেছেন।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ছিলেন স্পিন আক্রমণে আর পেস আক্রমণে ছিলেন পেস ত্রয়ী খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। এদিন সাকিবের বল কম করা অবশ্য বড় কোনো পার্থক্য গড়ে দেয়নি। সাকিব বোলিং না করলেও তা পুষিয়ে দিয়েছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তার ঘূর্ণিতে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২১৪ রানে। টেস্ট ক্যারিয়ারে বাঁহাতি এই স্পিনার ১১তমবারের মতো ৫ উইকেট নিয়েছেন। দেশের মাটিতে দেড়শ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিই। সাকিব বোলিংয়ে এসেছেন দিনের খেলার ৬৫ ওভারের পর।
লুইস-হোপ-কার্টিদের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
১৬ জুন ২৫
এরপর তিনি তিন ওভার হাত ঘুরিয়েছেন। অবশ্য সাফল্য পাননি কোনো। অবশ্য তাইজুল-এবাদতরা সেই সুযোগও রাখেননি। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল। তিনি অবশ্য প্রথম দুই সেশনে সাকিবের বোলিং না করার কারণ জানাতে পারেননি তিনি।
তাইজুল বলেছেন, 'তেমন কোনো কারণ আমাদেরকে বলেননি (আগে বোলিংয়ে না আসার) … হয়তো আমাদেরকে দিয়েই উনার করানোর ইচ্ছে ছিল, হয়তো বা আমরা বেশি সমস্যা পড়লে উনি আসতেন।'
আয়ারল্যান্ডকে অল আউট করে দেয়ার পর অবশ্য স্বস্তিতে দিন শেষ করতে পারেনি বাংলাদেশ। দিনের শেষভাগে তামিমকে হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ২ উইকেট হারিয়ে ৩৪ রান। এদিন বোলিং না করলেও দলের অন্য বোলারদের নিয়মিত পরামর্শ দিতে দেখা গেছে সাকিবকে। দিন শেষে তাইজুলও সেই কথা বলেছেন।
তাইজুলের ভাষ্য, 'অধিনায়ক তো সবসময়ই অবশ্যই দলের ভালো চাইবেন। যদি ভুল কিছু হয়, অবশ্যই পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি অনেক ভালো বোঝেন উনি। যখন যেটা শেয়ার করা দরকার, তা করছিলেন। আর আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই উনি আমাদেরকে দিয়ে (বোলিং) জিনিসটা করিয়েছেন।'