promotional_ad

মুমিনুল-শামীমদের ঝড়ো ইনিংস, মোহামেডানকে বাঁচিয়ে দিলো বৃষ্টি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাসিরের ফিফটির ম্যাচে হারল রূপগঞ্জ, সোহানের ৩ রানের আক্ষেপ

১০ এপ্রিল ২৫
নাসিরের ফিফটির ম্যাচে হারল রূপগঞ্জ, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দল দুটিকে। মুমিনুল হক, আমানদ্বীপ খের ও শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ের পরও পূর্ণ পয়েন্ট পেল না রূপগঞ্জ।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দিন বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেকক্ষণ পর। দুই দলের ওভার কমিয়ে আনা হয় ২১ ওভার করে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অসাধারণ করে রূপগঞ্জ।


৫.৫ ওভারেই ৬০ রান তোলে তারা। মাত্র ১৪ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৫ রান তুলে খালেদ আহমেদ এবং মাহিদুল ইসলাম অঙ্কনের প্রচেষ্টায় রান আউট হন ইমরানউজ্জামান।


promotional_ad

তারপর ৭৭ রানের জুটি গড়েন মুমিনুল এবং আমানদ্বীপ। এই জুটিও ভাঙেন খালেদ-অঙ্কন জুটি। ৪১ বলে ৭৪ রান করা মুমিনুলের ক্যাচটি শর্ট থার্ড ম্যান অঞ্চলে লুফে নেন অঙ্কন। তারপর উইকেটে এসেই আগ্রাসী খেলতে থাকেন শামীম।


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

মাত্র ২১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩৭ রান তুলে রুয়েল মিয়ার বলে ফিরে যান তিনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে শামীমের ক্যাচটি ধরেন শুভাগত হোম। দলটির রান তখন ১৮ ওভারে তিন উইকেটে ২০০।


এর এক বল পর ফিরে যান আমামদ্বীপও। রূপগঞ্জের এই ভারতীয় রিক্রুটের ব্যাটে আসে আটটি ছক্কা এবং তিনটি চারে ৩৬ বলে ৬৩ রান করেন। খালেদের বলে উইকেটরক্ষক অঙ্কনকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


শেষদিকে আলাউদ্দিন বাবুর ৬ বলে ১১ রানের ইনিংসে নির্ধারিত ২১ ওভারে ৫ উইকেটে ২২২ রান তোলে রূপগঞ্জ। মোহামেডানের হয়ে ২৯ রান খরচায় দুই উইকেট নেন খালেদ। তারপর ইনিংস বিরতিতে যাওয়ার পর পুনরায় বৃষ্টি নামলে খেলা আর মাঠে গড়ায়নি। ফলে বড় লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জে পড়তে হয়নি মোহামেডানকে।


আসরে এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে মোহামেডান এবং রূপগঞ্জ। গাজী গ্রুপ অব ক্রিকেটার্সের বিপক্ষে ১২৮ রানে হেরেছিল মোহামেডান। অপরদিকে শাইনপুকুরের বিপক্ষে চার উইকেটে হারে রূপগঞ্জ টাইগার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball