promotional_ad

সেঞ্চুরির পর সাইফের ৩ উইকেটে জিতল শেখ জামাল

ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারের আসরেও চ্যাম্পিয়নের মতোই শুরু করে তারা। শনিবার তারা অগ্রণী ব্যাংককে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।


শেখ জামালের বড় জয়ের নায়ক জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার সাইফ হাসান। অগ্রণী ব্যাংকের বিপক্ষে পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছিলেন তিনি। ১০৮ রানের ঝলমলে ইনিংসের পর বল হাতে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন তিনি।


promotional_ad

বিকেএসপির তিন নম্বর মাঠে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল শেখ জামাল। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় দলটি। দুই ওপেনার সাইফ ও সৈকত আলী মিলে যোগ করেন ১২৭ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে। 


সৈকত আউট হয়েছেন ৮৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে। দ্বিতীয় উইকেটে ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন সাইফ। তারা যোগ করেন ৮৯ রান। সাইফের ইনিংস থামে ১১২ বলে ১০৮ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৭ ছক্কা আর ৬ চারে।


সাইফ ফিরে গেলে জামালের ইনিংস টেনেছেন রাব্বি। তার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮০ রান। শেষদিকে আরও কয়েকজন ব্যাটার দ্রুত আউট হলেও বড় সংগ্রহ গড়বে বেগ পেতে হয়নি তাদের। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ৩১৭ রান।


বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ২৪ রান করে এসেছে মোহাম্মদ ইলিয়াস ও জাহিদ জাভেদের ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল ১৫ রান করা আজিম নাজির। ৩১.৪ ওভার খেলে অগ্রণী ব্যাংক অল আউট হয় ১১৪ রানে। সাইফ ৫.৪ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান শফিকুল ইসলাম ও পারভেজ রসুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball