promotional_ad

সাব্বিরের সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল রূপগঞ্জ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’

৯ এপ্রিল ২৫
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

অগ্রণী ব্যাংকের সঙ্গে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাব্বির রহমান। সিটি ক্লাবের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়ে করেছেন সেঞ্চুরি করে। তৌফিক আহমেদের গুড লেংথ ডেলিভারিতে লং অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করা সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১০ রানে। সাব্বিরের এমন সেঞ্চুরির দিনে ৭৪ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। তাদের দুজনের ব্যাটে সহজ জয় পায় লেজেন্ডস অব রূপগঞ্জ।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। রবিউল হকের বলে ডিপ এক্সট্রা কভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন মুনিম শাহরিয়ার। দ্রুত রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়তে হয় ৫ রান করা এই ওপেনারকে।


promotional_ad

তিনে নামা সাব্বিরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি এই ওপেনার শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন। তৌফিকের ওভারে ‍দুই চার ও এক ছক্কায় নিয়েছেন ১৫ রান। সাব্বিরের সঙ্গে ইমনের জমে ওঠা জুটি ভাঙেন আসিফ আহমেদ রাতুল। ডানহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৩৯ রান করা ইমন।


বাঁহাতি এই ওপেনার ফেরার পর তৌফিকের বলে এক রান নিয়ে ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ইরফান। বাহারি সব শটে ডিপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন এই উইকেটকিপার ব্যাটার। তৌফিকের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন সাব্বির।


তার ওভারে তিন চার মেরে ৯৭ বলে এবারের মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি পান অভিজ্ঞ এই ব্যাটার। তারা দুজনে মিলে রূপগঞ্জকে জয়ের খুব কাছে নিয়ে যান। তবে জয়ের আগ মুহূর্তে বিদায় নিতে হয় ৭৪ রান করা ইরফানকে। তবে শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত ছিলেন সাব্বির।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে সিটি ক্লাব। দলের হয়ে সবচেয়ে বেশি ৫১ রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া আসিফ আহমেদ ৩১, তৌফিক, রবিউল ও রায়ান রাফসান সমান ২৭ রান করে করেছেন। রূপগঞ্জের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাঈম ইসলাম জুনিয়র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball