promotional_ad

বেঙ্গালুরুতে জ্যাকসের বদলি ব্রেসওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল

২৭ মার্চ ২৫
বদলি অধিনায়কেরও বদলি বেছে নিতে হলো নিউজিল্যান্ডকে, ফাইল ফটো

উইল জ্যাকসের ছিটকে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল মাইকেল ব্রেসওয়েলকে দলে টানতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। জ্যাকসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বেঙ্গালুরু।


আইপিএল খেলার অভিজ্ঞতা না থাকলেও ভারতের বিপক্ষে পারফর্ম করে নজর কেড়েছেন ব্রেসওয়েল। সবশেষ ভারত সফরে হায়দরবাদে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার। তাতেই নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজিটির। অথচ আইপিএল নিলামে তাকে নেয়ার আগ্রহই দেখায়নি কেউ। 


promotional_ad

জ্যাকসের চোটে অবশেষে কপাল খুলেছে ব্রেসওয়েল। ১ কোটি রুপিতে বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে ১ে৬ টি-টোয়েন্টিতে ১১৩ রান করা ও ২১ উইকেট নেয়া এই ক্রিকেটারকে। এর আগে ৩ কোটি ২০ লাখ রুপিতে জ্যাকসকে নিয়েছিল বেঙ্গালুরু। 


আরো পড়ুন

মুম্বাইয়ে রিকেলটন-জ্যাকসের বদলি বেয়ারস্টো-গ্লিসন

১৬ মে ২৫
ফাইল ছবি

মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল জ্যাকসকে। তবে বাংলাদেশ সফরে এসে চোটে পড়ায় আইপিএল খেলা হচ্ছে না ইংলিশ এই ক্রিকেটারের। বাংলাদেশের বিপক্ষে শুরুতে ওয়ানডে দলে না থাকলেও টম অ্যাবেলের চোটে ডাক পেয়েছিলেন তিনি।


প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকও হয় তার। যদিও ব্যাট-বলে রাঙাতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও খুব বেশি সুবিধা করতে পারেননি জ্যাকস। সবমিলিয়ে দুই ম্যাচে ২৭ রান করার সঙ্গে একটি উইকেট নিয়েছেন তিনি। 


মিরপুরে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন ইংলিশ এই ক্রিকেটার। ফলে তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে যেতে হয় জ্যাকসকে। আইপিএলের আগে সেরা উঠার সম্ভাবনা না থাকায় তার বদলি হিসেবে ব্রেসওয়েলকে দলে নিয়েছে বেঙ্গালুরু।


আগামী ২ এপ্রিল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের এবারের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলিরা। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এবারও মৌসুমেও বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball