চোখের ডাক্তারের শরণাপন্ন মিরাজ, চোট গুরুতর নয়

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’
৬ জুলাই ২৫
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ মার্চ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে শুক্রবার (১৭ মার্চ) সকাল দশটা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। অনুশীলন শুরুর আগে গা গরমের ফুটবল ম্যাচে চোখে আঘাত পেয়ে হাসপাতালে যান মেহেদী হাসান মিরাজ। যদিও চোট ততটা গুরুতর নয় তার।
খেলার শুরুর দিকেই প্রতিপক্ষ ডিফেন্ডারের ভূমিকায় থাকা হাসান মাহমুদের শটে বল লাগে স্ট্রাইকার মিরাজের মুখে। সঙ্গে সঙ্গেই মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। এর একটু পর মাটিতেও লুটিয়ে পড়েন মিরাজ। ছুটে আসেন তার সতীর্থরা।

অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে। করানো হয় সিটি স্ক্যান। রিপোর্ট পাওয়ার পর চোখের ডাক্তারের কাছেও নেয়া হয় মিরাজকে।
সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ
৩ ঘন্টা আগে
এই ব্যাপারে একটি গণমাধ্যমকে জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন,
'সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। তবে ওর ডান চোখে চোট লেগেছে। যতটুকু জানতে পেরেছি, চোখে একটু রক্ত জমে আছে। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর হয়তো বিশদ বলতে পারব কতটা গুরুতর আঘাত এটি।'
'এই মুহূর্তে বলা কঠিন আগামীকাল ম্যাচে তার খেলার সুযোগ আছে কিনা। আমরা মিরাজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার কী বলে, তারপর তার অবস্থা সম্পর্কে জানা যাবে।’
ম্যাচের আগের দিন আর অনুশীলন করতে পারেননি এই অলরাউন্ডার। ১৮ মার্চ বেলা ২ টায় সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।