promotional_ad

আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির নতুন প্রধান নির্বাহী জিওস্টারের সানযোগ গুপ্তা

৪ ঘন্টা আগে
ফাইল ছবি

আম্পায়ার হিসেবে প্রায় দুই দশকের এক অধ্যায়ের ইতি টানলেন আলিম দার। ১৯ বছর ধরে থাকার পর আইসিসির শীর্ষ আম্পায়ারদের জন্য গড়া এলিট প্যানেল থেকে সরে গেলেন ৫৪ বছর বয়সী এই আম্পায়ার। গত ১৬ মার্চ ২০২৩-২৪ মৌসুমের জন্য এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের নাম প্রকাশ করে আইসিসি। স্বেচ্ছায় সেখান থেকে সরে যান আলিম দার।


আইসিসিতে আম্পায়ারদের এলিট প্যানেলের যাত্রা শুরুই হয় ২০০২ সাল থেকে। আর সেই সময় থেকেই এই প্যানেলের সদস্য পাকিস্তানের এই আম্পায়ার। আলিম দারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় এরও দুই বছর আগে, অর্থাৎ ২০০০ সাল থেকে।


গুজরানওয়ালাতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। টেস্ট অভিষেক হয় আরও তিন বছর পর। ঢাকায় বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে হয় টেস্ট অভিষেক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে তিনি নাম লেখান ২০০৯ সালে। দুবাইয়ে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে।


promotional_ad

ক্যারিয়ারে মোট ১৪৪টি টেস্ট ও ২২২টি ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন এই পাকিস্তানি। এই দুই সংস্করণেই করেছেন আম্পায়ারিংয়ের রেকর্ড। এছাড়াও ৬৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। রেকর্ডের পাতায় যা দ্বিতীয় সর্বোচ্চ।


আইসিসি আসরগুলোর বিশেষ ম্যাচগুলোতে আম্পায়ার হিসেবে দেখা যেতো আলিম দারকে। যেমন ২০০৭ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। ২০১০ এবং ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও আম্পায়ার হিসেবে দেখা যায় তাকে।


বেশ কিছু সম্মাননা জিতেছেন তার এই লম্বা ক্যারিয়ারে। ২০০৯ থেকে ২০১১ টানা তিনবার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জিতে নেন তিনি।


এদিকে আগামী মৌসুমের এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের নামও ঘোষণা করেছে আইসিসি। যুক্ত হয়েছেন সাউথ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং পাকিস্তানের আহসান রাজা।


আম্পায়াদের এলিট প্যানেল: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রাইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (সাউথ আফ্রিকা) এবং আহসান রাজা (পাকিস্তান)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball