promotional_ad

বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল হক বিজয়। তার নামের পাশে ছিল ১ হাজার ১৩৮ রান। সেই ফর্ম এবারের আসরেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন।


তার ১১৮ বলে ১২৩ রানের ইনিংসে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল আবাহনী। জবাবে ব্রাদার্স ইউনিয়ন সংগ্রহ করতে পারে মাত্র ২৪৮ রান। ফলে ১২৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।


promotional_ad

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে আবাহনীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ। এই দুজনে যোগ করেন ১৫৭ রান। বিজয় সেঞ্চুরি তুলে নিলেও আক্ষেপে পুড়েছেন নাইম। তিনি ৭৪ বলে ৮৫ রান করে আউট হয়েছেন। 


আরো পড়ুন

ডট বলের মন্ত্রেই সফল মোসাদ্দেক

৬ এপ্রিল ২৫
শাইনপুকুরের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন ছন্দে থাকা মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

এরপর মাহমুদুল হাসান জয় (৪) দ্রুত ফিরলেও আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় আবাহনী। আফিফ ৪৭ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৪৬ রানের ইনিংস।


এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের আলী অনিক অপরাজিত ১১ বলে ২৬ রান করে আবাহনীর পুঁজি সাড়ে তিনশোর উপরে নিয়ে যান। ব্রাদার্সের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন সাব্বির হোসেন। ২টি উইকেট পান মানিক খান। আর একটি উইকেট গেছে মোহর শেখের ঝুলিতে।


বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল ব্রাদার্স। দলীয় হাফ সেঞ্চুরির আগেই তারা দুই ওপেনারকে হারায়। তানজিদ হাসান ৪ ও সাব্বির ৫ রান করে ফিরে যান। এরপর জুটি বাধেন মিজানুর রহমান ও মাইশুকুর রহমান।


এই দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন ১২২ রান। যদিও তাদের ধীর গতির জুটিই ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মিজানুর ১১৬ বলে ১০২ রান করে আউত হন। মাইশুকুর ফেরেন ৯৯ বলে ৭৩ রান করে। আর কেউ দাঁড়াতে না পারলে ব্রাদার্সও আড়াইশো রানের গন্ডি পার হতে পারেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball