দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের চাওয়াতেই ওয়ার্নারকে অধিনায়ক বানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এমন সংবাদ প্রকাশ করছে ইএসপিএন ক্রিকইনফো।
গত বছরের শেষ দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পান্ত। নানান ইনজুরিতে পড়ে দিল্লির নিয়মিত এই অধিনায়ক ২০২৩ সালের সমস্ত ক্রিকেট থেকেই ছিটকে গেছেন। আর তাই পান্তের বিকল্প ভাবতে হচ্ছে দিল্লিকে।

এ কারণেই ওয়ার্নারকে নেতৃত্বভার দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, অধিনায়ক হিসেবে দলটির অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও বিবেচনা করতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির একপক্ষ। যদিও পন্টিংয়ের চাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয়। অক্ষর দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
এ নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির অধিনায়কত্ব পেয়েছেন ওয়ার্নার। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যায় অস্ট্রেলিয়ার এই ওপেনারকে। তখন অবশ্য তা দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজি ছিল।
দিল্লির হাত ধরে আইপিএলে আসা ওয়ার্নারকে ২০১৪ সালে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। এক বছর পরই দলটির নেতৃত্ব পান তিনি। তারপর ২০১৬ সালে দলটিকে শিরোপাও জেতান ওয়ার্নার।
আইপিএলে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৫টিতে জয়ের দেখা পেয়েছে ওয়ার্নারের দল। হেরেছে ৩২টিতে। আর টাই হয়েছে দুটি ম্যাচ। ২০২২ সালে আইপিএলের মেগা নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে দিল্লিতে আসেন ওয়ার্নার।