আজিমের সেঞ্চুরি ম্লান করে মাশরাফিদের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনেই সেঞ্চুরি করে চমক দেখিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের আজিম নাজির কাজী। ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১০২ রানের ইনিংস। অবশ্য এমন ইনিংসের পরও মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তারা হেরেছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ২০ রানের ব্যবধানে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানের বড় পুঁজি নিশ্চিত করেছিল অগ্রণী ব্যাংক। জবাবে খেলতে নেমে ৩৮.৫ ওভারে ৩ উইকেটে ২১৫ রান করে রূপগঞ্জ। এরপর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডিএল ম্যাথডে জয়ী ঘোষণা করা হয় রূপগঞ্জকে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে অগ্রণী ব্যাংককে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি দলটি। দলীয় ২২ রানে ওপেনার আজমির আহমেদকে এলবিডব্লিউ করে আউট করেন চিরাগ জানি।

পরের দুই ব্যাটার জহুরুল ইসলাম অমি (০) ও মার্শাল আইয়ুবকে (০) রানের খাতাই খুলতে দেননি মাশরাফি। টানা দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে আজিমের দক্ষতায় সেই সুযোগ পাননি তিনি। টানা ৮ ওভার বোলিং করে অগ্রণী ব্যাংকের রানের চাকা আটকে রাখতে বড় ভূমিকাও রেখেছেন তিনি।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
অবশ্য একপ্রান্ত আগলে রেখে দলটির রান বাড়িয়েছেন ওপেনার সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬২ রান করে আউট হন। সাদমান ফিরে গেলেও অন্যপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিম। তিনি ১০৫ বলে ৯ চার আর ৪ ছক্কায় করেন ১০২ রান।
এই সেঞ্চুরিয়ানকে সাজঘরে পাঠিয়েছেন আল আমিন হোসেন। শেষদিকে মোহাম্মদ শরিফুল্লাহর ১৭ ও আবু হায়দার রনির ঝড়ো ৯ বলে ২৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অগ্রণী ব্যাংক। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার চিরাগ। মাশরাফির মতো ২ উইকেট পেয়েছেন আল আমিনও। একটি উইকেট গেছে মুক্তার আলীর ঝুলিতে।
চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও পারভেজ হোসেন ইমন মিলে যোগ করেন ৫০ রান। ১৭ রান করে ইমন ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। মুনিম আউট হয়েছেন ৪৩ রান করে। তিন নম্বরে নেমে রূপগঞ্জকে পথ দেখিয়েছেন সাব্বির। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ৪৯ রানের ইনিংস।
সাব্বির হাফ সেঞ্চুরি না পেলেও ৭৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রূপগঞ্জের আরেক ব্যাটার ইরফান শুক্কুর। চিরাগ অপরাজিত ছিলেন ৩৩ বলে ২৯ রান করে। জয়ের কাছ থেকে যখন মাত্র ২৮ রান দূরে রূপগঞ্জ তখনই আলোক স্বল্পতার কারণে ম্যাচ থমকে যায়। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি। আম্পায়াররা ডিএল ম্যাথডে জয়ী ঘোষণা করেন রূপগঞ্জকে।