promotional_ad

পেসারদের ম্যাচে ৭ রানে জিতল প্রাইম ব্যাংক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

ঢাকা প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল সিটি ক্লাব। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আলো ছড়িয়েছেন দুই দলের পেসাররাই। তবে এই ম্যাচে নজর ছিল মুশফিকুর রহিমের দিকে।


দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা তিনিই। প্রাইম ব্যাংকের এই ব্যাটার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি আউট হয়েছেন ২৫ রান করে। অবশ্য তার দল শেষ পর্যন্ত জিতেছে ৭ রানের ব্যবধানে। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪২ ওভারে।


এই ম্যাচে দুই দলের পেসাররাই দারুণ বোলিং করেছেন। বেশিরভাগ উইকেট গেছে তাদের ঝুলিতেই। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ২০৯ রান করে সিটি ক্লাব।


promotional_ad

এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার বিশাল চৌধুরি ফেরেন মাত্র ৫ রান করে। আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। 


তিনি আউট হয়েছেন ২০ রান করে। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৩১ রানের ইনিংস। অভিজ্ঞ এই ব্যাটারকে হারানোর পর বিপর্যয়ে পড়েছিল প্রাইম ব্যাংক। যদিও শেষের ব্যাটারদের দক্ষতায় বড় পুঁজি নিশ্চিত করেছে দলটি।


মুশফিক করেছেন ৩৯ বলে ২৫ রান। আল আমিন জুনিয়রের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৪০ রান করেছেন। এ ছাড়া অলক কাপালী ৪৭ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ২৮ বলে ৩১ রান করে।


সিটি ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও তৌফিক আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন আসিফ হাসান ও মইনুল ইসলাম।


বড় লক্ষ্যে খেলতে নেমে তৌফিক খান তুষারের ৩৭ বলে ৪২, আসিফ আহমেদ রাতুলের ৫৬ বলে ৫১ রানে ভর করে জয়ের পথে থাকলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় জয় বঞ্চিত হয় সিটি ব্যাংক। ২২ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক রবিউল হক।


প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। একটি উইকেট পেয়েছেন নাসির হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball