সৈকত-হৃদয়ের হাফ সেঞ্চুরিতে লেপার্ডসকে হেসেখেলে হারাল শেখ জামাল
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে ঢাকা লেপার্ডসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ রাসুলদের দুর্দান্ত বোলিংয়ের পর সৈকত আলী এবং তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে সহজেই এই জয় তুলে নিয়েছে শেখ জামাল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় ঢাকা লেপার্ডস। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার পিনাক ঘোষ। শেষদিকে মইন খানের ৪০ এবং চতুরাঙ্গা ডি সিলভার ১৬ বলে ২৫ রানের ঝড়ে দেড়শ পার করে লেপার্ডস।

শেখ জামালের হয়ে তিনটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় এবং পারভেজ। দুটি উইকেট নেন শফিকুল ইসলাম। একটি করে উইকেট নেন জিয়াউর রহমান এবং আরিফ আহমেদ।
মাত্র ৩১.৩ ওভার খেলেই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। উদ্বোধনী জুটিতেই ৪৯ রান তোলে সাইফ হাসান এবং সৈকত। ২৫ বলে ৮ রান করে চতুরাঙ্গার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান সাইফ।
তারপর ৯২ রানে থাকতে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ৫৬ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৬৩ রানে মাঠ ছাড়েন সৈকত। তার উইকেটটি নেন সালাহউদ্দিন শাকিল।
তারপর দলটিকে আর বিপদে পড়তে দেননি ফজলে মাহমুদ রাব্বি এবং হৃদয়। দুজনে মিলে গড়েন ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি। ৭৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন রাব্বি। হৃদয় ৩০ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।