promotional_ad

সকালের ‘৫-৭ মিনিটের নকিং’ এবং লিটনের সফলতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিটন দাস। বেশ কয়েকটি ম্যাচ পর এমন দারুণ ইনিংস খেলায় খুবই রোমাঞ্চিত বাংলাদেশের এই ওপেনার। অথচ গেল কয়েকটি ম্যাচে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর লিটন জানালেন তার ছন্দে ফেরার গল্প। ম্যাচের দিনের সকাল বেলার ৫-৭ মিনিটের নকিংই (ছন্দ ধরে রাখতে ব্যাট হাতে ব্যাটার যখন কাছ থেকে বোলারদের খেলে) বদলে দিয়েছে লিটনের আত্মবিশ্বাস। ফলে রানের দেখা পেয়েছেন এই সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।


শেষবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ ভালো সময় কাটিয়েছেন লিটন। শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ৩১.৫৮ গড় এবং ১২৯.৩৫ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে সর্বোচ্চ খেলেছেন ৭০ রানের ইনিংস। আসরে ৪৪টি চার এবং ১৪টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচে করা হাফ সেঞ্চুরিটিসহ মোট তিনবার ৫০ পার করা ইনিংসের দেখা পেয়েছেন তিনি।


খানিকটা অফফর্মের শুরু এরপর থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একেবারেই নিষ্প্রভ ছিলেন ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। তিনটি ওয়ানডের প্রথমটিতে ৭ রান করলেও পরের দুটিতে ডাক মেরেছেন তিনি।


promotional_ad

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও ছন্দে ফেরেননি লিটন। প্রথম ম্যাচে ১২ রান করার পর দ্বিতীয়টিতে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর তৃতীয় এবং শেষ ম্যাচেই এলো কাঙ্খিত সাফল্য, ম্যাচজয়ী ইনিংস।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৩ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

টি-স্পোর্টসকে নিজের ছন্দে ফেরার রহস্যটি লিটন প্রকাশ করেছেন এভাবে, ‘বিগত কয়েকদিন ধরে আমি যখন নকিং করছিলাম, আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। আজকে যখন ম্যাচের আগে নকিং করলাম, তখন দেখলাম শেপ থেকে শুরু করে আমার ভালো অনুভূতি কাজ করছিল। একটা ব্যাটারের ভালো অনুভূতিটাই মূল বিষয়। আমার কাছে মনে হয় এই ফিলটার জন্যই আমার আত্মবিশ্বাস বেশি ছিল।’


‘যখন একটা ক্রিকেটারের আত্মবিশ্বাস ভালো থাকবে তখন আপনি বল ভালো দেখবেন। আমার কাছে মনে হয় এতোদিন যত অনুশীলন করেছি, নকিং করেছি...তার চেয়ে বেশি কাজে দিয়েছে আজকে সকালে ৫-৭ মিনিট নকিং করে। নকিং করে আসলে খুব বড় কিছু হয়ে যায় না। তবে আমার মনে হয়, আমি ওখান থেকে অনেক বড় কিছু পেয়েছি।’


ওয়ানডে সিরিজে বেশ খারাপ করার কারণও জানিয়েছেন লিটন। বিপিএলে একটানা টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে থাকায় হুট করে ওয়ানডে ফরম্যাটে এসে মানিয়ে নিতে কষ্ট হয়েছে তার। এ কারণে গত পাঁচ ইনিংসে প্রত্যাশামতো খেলতে পারেননি লিটন।


এমনকি ইংল্যান্ড সিরিজ শুরুর আগেও নেট অনুশীলনে তেমন স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি লিটনকে। তার ডিফেন্সের ধরন থেকে শুরু করে অনেককিছু নিয়েই তার সঙ্গে কাজ করতে দেখা গেছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। এমনকি ব্যাটিং কোচ জেমি সিডন্সও বেশ ব্যস্ত ছিলেন লিটনকে নিয়ে।


লিটন আরও বলেন, ‘দেখেন এটা বললে অন্য কিছু মনে হতে পারে। আমি শেষ যে বিপিএল খেলেছি সেখানে একটানা ১২-১৪ টা (১৩ ইনিংস) ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছি। তো এতগুলো ম্যাচ খেলার কারণে আমার ব্যাটিংয়ের শেপ নষ্ট হয়ে গিয়েছে। যেটার প্রভাব পড়েছে ওয়ানডেতে। আমি যে জিনিসগুলো অনুসরণ করে আসছিলাম শেষ দেড়-দুই বছর.. আমি চেষ্টা করছিলাম কিন্তু বুঝে উঠতে পারিনি সে জিনিসগুলো। শেষ দুই ম্যাচেও আমি যেভাবে খেলি বা অনুশীলন করি.. কিছুই মেলাতে পারছিলাম না।’


‘কিছু ব্যাপার থাকে ব্যাটিংয়ে, এক এক জনের এক একটা ফিল থাকে। কেউ একটা পুল শট মেরে, কেউ একটা কাভার ড্রাইভ মেরে সেই ফিলটা পায়। আজকে যখন আমি নকিং করছিলা ম আমার ফিলটা ভালো কাজ করেছে। আমি অনুভব করেছি আমার পায়ের পজিশন। আমার মূল জিনিস হচ্ছে ট্রিগার। এটা ঠিক থাকলে আমি যেকোনো বোলারকে নিয়ন্ত্রণ করতে পারব। এই একই জিনিসটাই আমি ফাইন্ড আউট করতে পারিনাই শেষ পাঁচটা ম্যাচে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball