উপমহাদেশে রান পাওয়া 'বিশেষ কিছু' গ্রিনের কাছে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
বোর্ডার গাভাস্কার সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল ভারতের উইকেট। প্রথম তিন টেস্টে প্রতিটিই শেষ হয়েছে তিন দিনে। ফলে সমালোচনাও হয়েছে বেশ। অবশ্য চতুর্থ টেস্টে ব্যাটারদের আশা দেখাচ্ছে আহমেদাবাদের উইকেট। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছে ৪৮০।
এর মধ্যে উসমান খাওয়াজা একাই করেছেন ১৮০ রান। সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিনও। তিনি ১৭০ বল খেলে করেছেন ১১৪ রান। এমন পারফরম্যান্সের পর সতীর্থ খাওয়াজাকে কৃতিত্ব দিয়েছেন তিনি। জানিয়েছেন উপমহাদেশের মাটিতে সেঞ্চুরি পাওয়া গ্রিনের কাছে বিশেষ কিছু।

দ্বিতীয় দিনের খেলা শেষে গ্রিন বলেন, ‘কখন এটা ঘটবে তা কেউ জানে না। আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিজে থাকাকালীন উসমান আমাকে অনেক সাহায্য করেছে। উপমহাদেশের উইকেটে রান পাওয়া সত্যি বিশেষ ব্যাপার।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
অনেকেই ভেবেছিলেন আহমেদাবাদে প্রথম দিন থেকেই স্পিন ধরবে। যদিও দ্বিতীয় দিন পর্যন্ত খুব বেশি স্পিনের দেখা পাননি দুই দলের বোলাররাই। এর ফলে তৈরি হয়েছে ধোঁয়াশাও। কখন থেকে বল ঘুরবে তা আঁচ করতে পারছে না দুই দলের কেউই।
উইকেট নিয়ে গ্রিন বলেন, ‘ড্রেসিংরুমে আমরা যে সব তথ্য পাচ্ছিলাম সেই অনুযায়ী এই উইকেটে এখনও পর্যন্ত বিশেষ কিছু স্পিন হয়নি। দ্বিতীয় নতুন বলে রান করার সুযোগ ছিল। আর আমরা তা করেছি। তবে এটাও বলতে হবে এটা সাজানোর বাগানের মতো ছিল না। যাই হোক এইটা খুব ভালো উইকেট।’
এই টেস্টে প্রায় দুই দিন ধরে ১৬৭ ওভার দুই বল খেলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে অল আউট করার পর ভারত বিনা উইকেতে ৩৬ রান করেছে। তারাও খেলেছে ১০ ওভার। ১৭ রান নিয়ে রোহিত শর্মা ও ১৮ রান নিয়ে অপরাজিত আছেন শুভমান গিল।