promotional_ad

‘মুস্তাফিজ ভালো বোলার, কিন্তু ওর বিপক্ষে আমিই জিতেছি’

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ দলে ৩ নতুন মুখ, ফিরলেন হোপ-ক্যাম্পবেল

১১ জুন ২৫
ওয়েস্ট ইন্ডিজ দল, ফাইল ফটো

স্লোয়ার কিংবা কাটারে একটা সময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কাবু করেছেন মুস্তাফিজুর রহমান। যদিও এখন আর নিজের সেরা ছন্দে নেই বাঁহাতি এই পেসার। তবে নিজের সেরা সময়েও শাই হোপের সঙ্গে পেরে উঠতে পারেননি। দুজনের লড়াইয়ে বেশিরভাগই জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। বিপিএলের শনিবারের (২৮ জানুয়ারি) ম্যাচে মুস্তাফিজকে আরও একবার হারাতে চান হোপ।


চোটের কারণে বিপিএলের এবারের আসরে খুব বেশি ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার উইকেট নিয়েছেন মোটে একটি। এদিকে বাজে সময় পার করা খুলনা টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন হোপ।


কুমিল্লা ও খুলনার ম্যাচের আগে আলোচনায় মুস্তাফিজের সঙ্গে ডানহাতি এই ব্যাটারের লড়াই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুটি ম্যাচে বাংলাদেশের এই পেসারের বিপক্ষে খেলেছেন তিনি। যেখানে ৮ বল খেলে ৩০০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৪ রান। কোনো ম্যাচেই হোপকে আউট করতে পারেননি মুস্তাফিজ।


promotional_ad

এদিকে ওয়ানডেতে মুস্তাফিজের বিপক্ষে ১২ ম্যাচে খেলেছেন হোপ। মাত্র দুবার আউট হলেও ১০৮ স্ট্রাইক রেট আর ১০৪ গড়ে রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। যদিও মুস্তাফিজকে বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন হিসেবে দেখছেন তিনি। খুলনার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন। তবে খেলা হলে বাঁহাতি এই পেসারের বিপক্ষে নিজের জয়ের ধারা অব্যাহত রাখতে চান হোপ।


আরো পড়ুন

‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’

৬ জুলাই ২৫
বোলিংয়ের সময় মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে হোপ বলেন, ‘দুজনের লড়াইয়ে আমিই যেন উপরে থাকি তেমনই প্রত্যাশা। সে একজন খুব ভালো বোলার। পুরো দুনিয়ার সেরা বোলারদের একজন সে। তার জন্য আমার অনেক সম্মান আছে। কিন্তু শেষ কয়েকবার আমি যখন ওর বিপক্ষে খেলেছি তখন আমিই জিতেছি। তাই কালকেও (২৮ন জানুয়ারি) তেমন হবে এমন প্রত্যাশাই করছি।’


সিলেটের মাঠে এর আগে বিপিএল খেলা না হলেও বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে হোপের। এই মাঠে ১৬ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারের। নিজের পুরোনো ভালো স্মৃতি আবারও ফেরাতে চান তিনি।


হোপ বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এখানে আমাদের ভালো কিছু স্মৃতি আছে। আর আমার নিজের খেলার স্মৃতিও ভালো এখানে। দেখা যাক বিপিএলে কি হয়, তবে আমি চাইবো ওয়ি ভালো স্মৃতি ফিরিয়ে আনতে।’


এদিকে সুযোগ পেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণেই খেলতে চান হোপ। তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে তিন সংস্করণেই খেলতে চাই। আমি ক্রিকেট ভালোবাসি তাই তিন সংস্করণের আলাদা আলাদা চ্যালেঞ্জও ভালো লাগে আমার। আমি ম্যাচের অবস্থা বুঝে খেলতে চাই। মারতে হলে মারবো আবার ধরে খেলতে হলে ধরে খেলতে চাই। আমি সব চ্যালেঞ্জ মেনে নিয়ে খেলে যেতে চাই আর এভাবেই আমার ক্যারিয়ার বড় হবে বলে আশা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball