আইপিএলের সময় পান্তকে দিল্লির ডাগ আউটে চান পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

কদিন আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়ে কোনমতে প্রাণে বেঁচে যান ঋষভ পান্ত। চোটে পড়ায় কবে নাগাদ মাঠে ফিরবেন সেটির নিশ্চয়তা নেই। আইপিএলের এবারের আসরে যে খেলতে পারছে না সেটা অনেকটা নিশ্চিত। দলের বাকিদের উজ্জীবিত করতে তবুও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে পান্তকে চান রিকি পন্টিং।


গত ৩০ ডিসেম্বর নিজ শহরে ডিভাউডারের সঙ্গে ধাক্কা লাগে পান্তের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। পরবর্তী??ে গাড়িটি উল্টে যায় এবং আগুন লাগে। দুুর্ঘটনার পর পান্তকে হাসপাতালে নিয়ে আসেন রজত কুমার ও নিশু কুমার নামের দুই ব্যক্তি। মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান পান্ত।


promotional_ad

যার ফলে পান্তের হাঁটুর আন্টেরিওর, পস্টেরিরর ও কোলেটেরাল তিনটা লিগামেন্টই ছিঁড়ে যায়। এই লিগামেন্টগুলো দাঁড়িয়ে থাকা ও হাঁটাচলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, পান্তের পায়ের অগ্রভাগ, ডান হাতের কবজিতেও ব্যথা পেয়েছেন। যার মাঝে দুটি লিগামেন্টের অস্ত্রোপচার সফল হয়েছে।


আরো পড়ুন

লর্ডস টেস্টের আগে ডিউক বল নিয়ে চিন্তিত ভারত

১০ জুলাই ২৫
উইকেটের পর ভারতীয় দলের উল্লাস, ফাইল ফটো

চোটে পড়ায় প্রায় ১৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে পান্ত। এমন খবর প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তাতে আইপিএলের সঙ্গে ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও খেলা হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের। তবে পান্ত ভ্রমণ করতে পারলে তাকে ডাগ আউটে চান পন্টিং।


দিল্লির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘আমি চাই সে সপ্তাহের প্রতিদিন ডাগআউটে আমার পাশে বসুক। যদি সে প্রকৃতপক্ষে খেলার জন্য শারীরিকভাবে যথেষ্ট ফিট না হয়, আমরা তবুও তাকে পাশে পেতে চাইবো। সে যদি ভ্রমণ করতে পারে এবং দলের সঙ্গে থাকতে পারে, আমি চাইব ডাগআউটে সে আমার পাশে থাকুক।’


পান্ত ছিটকে যাওয়ায় বিকল্প ক্রিকেটার খুঁজতে হচ্ছে দিল্লিকে। তবে পান্তের মানের ক্রিকেটারের বিকল্প খুঁজে পাওয়া যে সহজ না সেটা মনে করিয়ে দিয়েছেন দিল্লির কোচ। পন্টিং বলেন, ‘এই মানের ক্রিকেটারদের বিকল্প মেলে না।…আমাদের খুঁজতে হবে এবং আমরা চেষ্টা করছি-দলে একজন বদলি আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball