ঘরের মাঠে ৩ ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

২০ ঘন্টা আগে
পিসিবি

সাকিব আল হাসানরা যখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে তখন বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে একটি টেস্ট খেলতে ১২ কিংবা ১৩ মার্চ ঢাকায় আসবে তারা। আইরিশদের দিয়ে লম্বা সময় পর সিলেটের মাঠে খেলতে নামবে বাংলাদেশ।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মাঠের লড়াই। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হতে পারে ওয়ানডে সিরিজটি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।


এদিকে সিলেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন, বিভাগটির প্রতিনিধি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে, যা সিলেটে খেলা হবে। এটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’


promotional_ad

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ সিলেটে হলেও টি-টোয়েন্টি খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ২৬, ২৮ এবং ৩০ মার্চ হতে পারে টি-টোয়েন্টি সিরিজটি।


আরো পড়ুন

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

২২ ঘন্টা আগে
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর, ফাইল ফটো

একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচটি। ৪ এপ্রিল শুরু হতে পারে টেস্টটি। এদিকে এবারই প্রথম আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব-তামিম ইকবালরা।


আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি:


প্রথম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
দ্বিতীয় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
তৃতীয় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট


প্রথম টি-টোয়েন্টি- ২৬ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৮ মার্চ, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি- ৩০ মার্চ, চট্টগ্রাম


একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, মিরপুর



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball