সবধরনের ক্রিকেট থেকে আমলার বিদায়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শাহীন আফ্রিদির কাছে আমলাকে বোলিং করা সবচেয়ে কঠিন
৬ সেপ্টেম্বর ২৫
সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানানোর সাড়ে তিন বছর পর ঘরোয়া বা সবধরনের ক্রিকেটও ছাড়লেন সাউথ আফ্রিকার সাবেক এই ব্যাটার।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমলা। সেই বছরেই সারেতে যোগ দেন তিনি। সারের হয়ে শেষ দুই মৌসুমে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তিনি। তার ব্যাটে আসে পাঁচটি সেঞ্চুরির মার।

সবমিলিয়ে ২৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৫৫ গড়ে তার রান ১৯ হাজারেরও বেশি। সবমিলিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫৭টি। এর আগে ২০১৩ ও ২০১৪ মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন আমলা।
অবসর ভেঙে সাউথ আফ্রিকা দলে ডি কক, অধিনায়ক মার্করাম
২২ সেপ্টেম্বর ২৫
সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটও রাঙিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলতে দেখা গেছে তাকে। মূলত কোচিং পেশাকে প্রাধান্য দিতে গিয়েই অবসরে গেছেন আমলা।
এরই মাঝে কোচিং ক্যারিয়ার শুরু হয়ে গেছে তার। চলমান এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৯ বয়সী এই প্রোটিয়া। এসএটোয়েন্টি শেষ হলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে তাকে।
সাউথ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন আমলা। সব সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন এই ব্যাটার। এর মধ্যে জাতীয় দলে প্রোটিয়াদের হয়ে টেস্টে ৯ হাজারি ক্লাব, ওয়ানডেতে ৮ হাজারি ক্লাব ও টি-টোয়েন্টিতে এক হাজারি ক্লাবে আছেন তিনি।