মুরকে ২ বছরের জন্য হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দিলো বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আপাতত ওয়ানডে খেলার আগ্রহ নেই ডেভিডের

৯ জুলাই ২৫
টিম ডেভিড, ফাইল ফটো

কদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে একজন হেড অব প্রোগ্রামও নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের সঙ্গে দুই বছর কাজ করার চুক্তি করেছেন তিনি।  প্রধান কোচ আসার পর কাজ শুরু করবেন নিউ সাউথ ওয়েলসের সাবেক এই উইকেটকিপার ব্যাটার।


promotional_ad

বাংলাদেশের হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পেয়ে খুশি মুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবিতে হেড অব প্রোগ্রামের ভূমিকায় কাজ করতে আমি মুখিয়ে আছি। আমি প্রধান কোচ, তার কোচিং এবং সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে তাদের দক্ষতা প্রকাশে সহায়তা করতে উন্মুখ হয়ে আছি।’


অস্ট্রেলিয়ার হয়ে খেলা না হলেও নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির একটি ম্যাচ খেলেছেন মুর। বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।


২০০৭ সালে বেনেট কিং চলে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া বারমুডার কোচও হিসেবেও কাজ করেছেন। ২০০২-০৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সের সিনিয়র কোচ ছিলেন মুর। এদিকে রাসেল ডমিঙ্গো পদত্যাগ করার পর নতুন প্রধান কোচ খুঁজছে বিসিবি।


গুঞ্জন রয়েছে, প্রধান কোচ হিসেবে আবারও বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাতুরাসিংয়ে। বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সাবেক এই লঙ্কানই কোচ হচ্ছেন বলে জানা গেছে। বিসিবি ঘোষণা দিলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball