অধিনায়ক হিসেবে ধোনিকেই সেরা মানেন মঈন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ট্রেডমার্ক অফিসে ‘ক্যাপ্টেন কুল’ নামটাকে নিবন্ধন করালেন ধোনি

১ জুলাই ২৫
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লম্বা সময় ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মঈন আলি। যেখানে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব খুব কাছ থেকে দেখেছেন এই ইংলিশ অলরাউন্ডার। তার চোখে এখনও বেঁচে আছেন এমন অধিনায়কদের মধ্যে ধোনিই সেরা। 


আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরাদের একজন তিনি। ধোনির নেতৃত্বে আইপিএলের ৯ আসরে ফাইনাল খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে চেন্নাই।


promotional_ad

তবে তিনি ক্যারিয়ারের শেষ লগ্নে আসায় নতুন অধিনায়ক হিসেবে গত আসরের শুরুতে জাদেজার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে দলকে সাফল্য এনে দিতে পারেনিনি জাদেজা। এরফলে মাঝপথেই আবারও দায়িত্ব নেন ধোনি। 


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

তার নেতৃত্ব প্রসঙ্গে মঈন বলেন, 'ধোনি সম্ভবত বেঁচে থাকা অধিনায়কদের মধ্যে সেরা। সে একজন ভালো মানুষ। সে ক্রিকেট নিয়ে প্রচুর ভাবে এবং তার উপস্থিত বুদ্ধি খুবই ভালো। আমি এখন যেভাবে খেলি, তার পেছনে ধোনির অবদান আছে। সে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সে সত্যিই একজন দারুণ অধিনায়ক।'


মঈন মনে করেন ইংল্যান্ড দলেও বড় অবদান আছে আইপিএলের। এই টুর্নামেন্টের কারণে ভারতের ক্রিকেটারদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। এই টুর্নামেন্টে খেলে সামর্থ্য বেড়েছে বলেও স্বীকার করেছেন তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে মঈন বলেন, 'আমার মতে, ইংল্যান্ড দলের ক্ষেত্রে আইপিএলের অবদান গুরুত্বপূর্ণ ছিল। শুধু ব্যক্তিগতভাবে নয়, আমরা ভারতীয় দলের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমরা ভারতীয় খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা জানতে পেরেছিলাম। যা নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত স্তরে প্রচুর মানুষের সামনে খেলতে পারার বিষয়টি নিশ্চিতভাবে আমাদের সাহায্য করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball