হ্যাটট্রিক হারের পর খুলনার প্রথম জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন
১৮ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় খুলনা।
এই জয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে পঞ্চম স্থানে উঠে গেলো খুলনা। চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনেই থাকল শোয়েব মালিকের রংপুর।
১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৪১ রান তোলে খুলনা। ২১ বলে ২১ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে মালিককে ক্যাচ দিয়ে ফিরে যান মুনিম শাহরিয়ার।
বাকি সময়টা আর উইকেট হারায়নি খুলনা। দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ৪৭ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন তামিম।

তাকে সঙ্গ দেয়া মাহমুদুল হাসান জয় ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয় রংপুর।
মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান
১১ জুলাই ২৫
এ দিন খুলনার বোলারদের দাপুটে বোলিংয়ে একটুও সুবিধা করতে পারেনি রংপুরের ব্যাটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ইনিংসের দ্বিতীয় বলেই রনি তালুকদারের উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই নাহিদুল ইসলামের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন রনি।
তারপর তৃতীয় ওভারের শেষ বলে ফিরে যান মোহাম্মদ নাঈম শেখ। তাকে কট এন্ড বোল্ডে ফেরান নাহিদুল। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শেখ মেহেদী এবং পারভেজ হোসেন ইমন। কিন্তু ২৪ বলে ২৫ রান করে ফিরে যান ইমন।
বাকি সময়টা শেখ মেহেদী ছাড়া রংপুরের ব্যাটাররা আর কিছুই করতে পারেনি। ৩৪ বলে দুটি চার আর দুটি ছক্কায় ৩৮ রান করেন মেহেদী। শেষদিকে ৭ বলে ১২ রান করেন রাকিবুল হাসান।
আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। অতিরিক্তর খাতা থেকে আসে ১৩ রান। খুলনার বোলারদের মধ্যে ১৪ রান খরচায় চার উইকেট নেন দলটির পাকিস্তানি রিক্রুট ওয়াহাব রিয়াজ।
১৬ রান খরচায় তিন উইকেট নেন আমাদ বাট। ২৩ রান খরচায় দুই উইকেট নেন নাহিদুল।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স- ১২৯/১০ (২০ ওভার) (মেহেদী ৩৮, ইমন ২৫; ওয়াহাব ৪/১৪, বাট ৩/১৬)।
খুলনা টাইগার্স- ১৩০/১ (১৮.২ ওভার) (তামিম ৬০*, জয় ৩৮*; ওমরজাই ১/২৬)।