নিউজিল্যান্ড নারী দলের কোচিং স্টাফে মরকেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়ে সাউথ আফ্রিকায় মরকেল

১৮ ফেব্রুয়ারি ২৫
মরনে মরকেল (বামে) ও গৌতম গম্ভীর (ডানে)

নিউজিল্যান্ড নারী দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন মর্নে মরকেল। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোয়াইট ফার্নসের কোচিং প্যানেলে জায়গা হচ্ছে মরকেলের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।


মূলত কিউই নারীদের ট্যুর কোচ হিসেবে থাকবেন মরকেল। এ ছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়ে ফাস্ট বোলিং এবং অন্যান্য কোচিংয়ে সহায়তা করবেন তিনি। দায়িত্ব পেয়ে দারুণ খুশি মরকেল।


promotional_ad

তিনি বলেন, ‘আমি গত কয়েক বছর ধরে নারীদের খেলা এবং হোয়াইট ফার্নসকে ভালোভাবে অনুসরণ করেছি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে এবং তাদের খেলোয়াড়দের দেখেছি যারা উইমেন্স বিগ ব্যাশে খেলেছে। হোয়াইট ফার্নস গ্রুপে যোগদান করা এবং নারীদের খেলায় জড়িত হওয়ার সুযোগটি আমার জন্য কোন চিন্তার বিষয় ছিল না।’


‘বিশ্ব জুড়ে নারীদের খেলা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং এটি আমার জন্য নারীদের খেলায় অভিজ্ঞতা তৈরি করার এবং এই দলটিকে আরও ভালো করতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে আমার জ্ঞান ভাগ করার একটি দুর্দান্ত সুযোগ।’


সাউথ আফ্রিকার জার্সিতে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন মরকেল। নিজের খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়েও কুড়িয়েছেন প্রশংসা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া জাতীয় দলের বোলিং পরামর্শকের ভূমিকায় ছিলেন তিনি।


এ ছাড়া বর্ত??ানে এসএ টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টস দলের বোলিং কোচ হিসেবে আছেন তিনি। ১০ দলের আসন্ন নারী বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball