জিম্বাবুয়েকে সিরিজ জেতালেন আরভিন-বার্ল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
৩১ মিনিট আগে
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে গেল স্বাগতিকরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তোলে আয়ারল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে হ্যারি টেক্টরের ব্যাটে। ৩৮ বলে খেলা এই ইনিংসে ছিল তিনটি চারের মার।

এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ২৮ বলে ২৭, জর্জ ডকরেল ১৭ বলে ২৩ এবং মার্ক অ্যাডায়ার ১০ বলে ১৪ রান করেন। এই চারজন ছাড়া কেউ দুই অঙ্ক স্পর্শও করতে পারেনি। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন ওয়েসলি মাধেভেরে, টেন্ডাই চাতারা, লুক জংউই এবং রায়ান বার্ল।
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারেই খেলা শেষ করে জিম্বাবুয়ে। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন ক্রেইগ আরভিন। ৪৩ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চারের মার।
শেষদিকে ১১ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন বার্ল। ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। এই ইনিংসেই মূলত ঘরের মাঠে সিরিজ জিততে পেরেছে জিম্বাবুয়ে।
এছাড়া ইনোসেন্ট কায়া ২৩ বলে ২৩ এবং টনি মুনিওঙ্গা ১৩ বলে ১৩ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থী এবং বেন হোয়াইট।