ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে আইপিএল, মঈনের কৃতজ্ঞতা স্বীকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ
৩ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ মঈন আলী। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। সেই সঙ্গে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মঈন মনে করেন ইংল্যান্ড দলেও বড় অবদান আছে আইপিএলের। এই টুর্নামেন্টের কারণে ভারতের ক্রিকেটারদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। এই টুর্নামেন্টে খেলে সামর্থ্য বেড়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মঈন বলেন, 'আমার মতে, ইংল্যান্ড দলের ক্ষেত্রে আইপিএলের অবদান গুরুত্বপূর্ণ ছিল। শুধু ব্যক্তিগতভাবে নয়, আমরা ভারতীয় দলের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমরা ভারতীয় খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা জানতে পেরেছিলাম। যা নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত স্তরে প্রচুর মানুষের সামনে খেলতে পারার বিষয়টি নিশ্চিতভাবে আমাদের সাহায্য করেছে।'
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মঈন। চেন্নাইয়ে খেলার আগে নিয়মিত ৬-৭ নম্বরে ব্যাট করতে দেখা যেত এই ইংলিশ ক্রিকেটারকে। কিন্তু ধোনিই তাকে চেন্নাইয়ের হয়ে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ তৈরি করে দেন।
চেন্নাই দলই তার ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন মঈন। তিনি বলেন, 'আমি যখন ইংল্যান্ডের জার্সিতে খেলতাম, তখন আমি সাত নম্বরে খেলতাম। সেখানে আমায় তিন নম্বরে পাঠিয়েছিল সিএসকে। আমায় সেই দায়িত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। জুগিয়েছিল সমর্থন।'
চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই ইংলিশ অলরাউন্ডার আরও বলেন, ‘(সিএসকের) হয়ে খেলার ফলে আমার আন্তর্জাতিক কেরিয়ারে বড় পরিবর্তন এসেছে। চেন্নাই যেভাবে সমর্থন করে এবং যেভাবে ওই ফ্র্যাঞ্চাইজি চালানো হয়, তা এককথায় দুর্দান্ত। প্রত্যেকে বলেন যে এটাইসেরা ফ্র্যাঞ্চাইজি।’
ধোনির প্রশংসা করে মঈন বলেন, 'আমি ধোনির সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি এবং ওর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করতাম এবং ও আমায় উত্তর দিত। পুরো বিষয়টা এতটাই খোলামেলা ছিল। অধিনায়ক হিসেবে ওর থেকে অনেক কিছু শিখেছি আমি। ওর ব্যাটিং থেকেও আমি অনেক কিছু শিখেছি। চেন্নাই সুপার কিংস থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।'