'মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে ভালো লাগে'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির

১১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। একই দলের হয়ে খেলছেন জাকির হাসান। মাশরাফির নেতৃত্বে খেলতে পেরে উচ্ছ্বসিত এই তরুণ ব্যাটার। 


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিয়ায়কদের একজন ভাবা হয় মাশরাফিকে। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলবে। আন্তর্জাতিক ক্রিকেটের সফল অধীনায়ক মাশরাফি ঘরোয়াতেও উজ্জ্বল। বিশেষ করে বিপিএলে দুর্দান্ত মাশরাফি।


promotional_ad

বিপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্লেডিয়েটর্স, ঢাকা প্লাটুন, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে মোট ৯০ ম্যাচে টস করেছেন তিনি। যেখানে ৫৮ জয়ের বিপরীতে তার হার ৩২ ম্যাচে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং জয় পাওয়া অধিনায়কের রেকর্ডও তার দখলে। 


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

জাকির বলেন, 'মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছে নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।'


ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের জার্সিতে দারুণ পারফর্ম করেছিলেন জাকির। প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও ধরে রেখেছেন সেই ফর্ম। তিনি মনে করেন, বিপিএলে এমন পারফর্মের পেছনে বড় কারণ টপ অর্ডারে ব্যাটিং করতে পারা। যে সুযোগটা করে দিয়েছেন মুশফিকুর রহিম। কারণ স্বাভাবিকভাবে চারে ব্যাট করেন মুশফিক। এবার সে জায়গা তিনি ছেড়ে দিয়েছেন জাকিরের জন্য।


এ প্রসঙ্গে জাকির বলেন, 'এটা আসলে সম্মানের। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার উনি উনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছে। আসলে এটা বলার মতো ভাষা নেই। উনার কাছ থেকে এই জিনিস পেয়ে খুব ভালো লেগেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball