'মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে ভালো লাগে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
১১ জানুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। একই দলের হয়ে খেলছেন জাকির হাসান। মাশরাফির নেতৃত্বে খেলতে পেরে উচ্ছ্বসিত এই তরুণ ব্যাটার।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিয়ায়কদের একজন ভাবা হয় মাশরাফিকে। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলবে। আন্তর্জাতিক ক্রিকেটের সফল অধীনায়ক মাশরাফি ঘরোয়াতেও উজ্জ্বল। বিশেষ করে বিপিএলে দুর্দান্ত মাশরাফি।

বিপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্লেডিয়েটর্স, ঢাকা প্লাটুন, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে মোট ৯০ ম্যাচে টস করেছেন তিনি। যেখানে ৫৮ জয়ের বিপরীতে তার হার ৩২ ম্যাচে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং জয় পাওয়া অধিনায়কের রেকর্ডও তার দখলে।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
জাকির বলেন, 'মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছে নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।'