দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারাল জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার সময় জানাল রাজশাহী
২ ফেব্রুয়ারি ২৫
পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খাওয়া আয়ারল্যান্ডের হয়ে কোনো ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। রায়ান বার্লের দারুণ বোলিংয়ে আইরিশরা শেষ পর্যন্ত আটকে যায় মাত্র ১১৪ রানে। ৫ উইকেট হারালেও গ্যারি ব্যালান্স ও শন উইলিয়ামসের ব্যাটে জয় পায় জিম্বাবুয়ে। প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়েও। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন ক্রেইগ আরভিন। হ্যারি টেক্টরের বলে মিড অন দিয়ে খেলতে গিয়ে ব্যারি ম্যাকার্থির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রান করা এই ব্যাটার।

আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও ভালো করতে পারেননি। মার্ক অ্যাডায়ারের প্রথম বলে চার মারলেও পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন এই ব্যাটার। তাতে ৪ রানেই ফিরে যেতে হয় মারুমানিকে। এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওয়েসলে মাধেভেরে ও ব্যালেন্স।
জিম্বাবুয়ে হয়ে এদিন অভিষেক হওয়া ব্যালেন্স ব্যাটিংয়ে আসেন মারুমানি আউট হওয়ার পর। এদিকে মাধেভেরে ও ব্যালেন্সের জুটি ভাঙেন টেক্টর। ডানহাতি এই অফ স্পিনারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ২২ বলে ১৬ রান করা মাধেভেরে। ডানহাতি এই ব্যাটার ফেরার পর উইলিয়ামসের সঙ্গে ২৮ রানের জুটি গড়েন ব্যালেন্স। বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন অ্যাডায়ার। ব্যালেন্স এদিন আউট হয়েছেন ২৯ রানের ইনিংস খেলে।
বার্ল ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও ক্লিভ মদনদেকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন উইলিয়ামস। বাঁহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৪ রানে। আর তাকে সঙ্গ দেয়া মদনদে অপরাজিত ছিলেন ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে। আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টেক্টর ও অ্যাডায়ার।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ বল বাকি থাকতে ১১৪ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন গ্যারেথ ডেলানি। এ ছাড়া কুর্টিস ক্যাম্ফার ২০ এবং স্টিফেন দোহানি ১৫ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে বার্ল তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া চাতারা, এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা নিয়েছেন দুটি করে উইকেট।