তামিমের সঙ্গে রসায়নটা উপভোগ করবেন সুজন

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারসাম্যপূর্ণ দল গড়েছে খুলনা টাইগার্স। দলে আছেন তামিম ইকবালের মতো অভিজ্ঞ একজন অধিনায়ক। আর খুলনা কোচ হিসেবে পেয়েছে খালেদ মাহমুদ সুজনকে। অধিনায়ক আর কোচের বোঝাপড়াটা বাড়তি পাওয়া হতে পারে খুলনার জন্য। তামিমকে সঙ্গে নিয়ে এবারের আসরে দারুণ কিছু করে দেখাতে চান সুজন।
গত আসরে ফরচুন বরিশালের কোচের দায়িত্ব সামলেছিলেন সুজন। সেবার ফাইনাল পর্যন্ত নিয়েও গিয়েছিলেন দলকে। কিন্তু হাতের মুঠোয় থাকা ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানের হারের আক্ষেপে পুড়তে হয় বরিশালকে। দল ফাইনাল খেললেও সুজনকে ধরে রাখেনি বরিশাল। তাই সুযোগ বুঝে এবার তাকে দলে ভিড়িয়েছে খুলনা।

সুজন বলেন, 'অবশ্যই, সাকিবের সঙ্গে অনেক বছর কাজ করেছি। বিপিএলে ঢাকা ডায়নামাইটস (থেকে শুরু করে) শেষ বছর বরিশাল পর্যন্ত। এবার হয়তো ওখানে (থাকার) ভাগ্য ছিল না। খুলনা ভেবেছে, তাদের জন্য আমি উপযুক্ত, তাই তারা আমাকে নিয়েছে।'
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
'আমি চেষ্টা করব আমার বেস্ট শট (সেরা প্রচেষ্টা) দিতে, এখানে সেরা কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। তামিমের সঙ্গে রসায়ন ভালো। আমি চেষ্টা করব দুজনে মিলে ভালো কিছু করার।'-তিনি আরও যোগ করেন।
কাগজে-কলমে সেরা দল না হলেও দলীয় কম্বিনেশন নিয়ে সন্তুষ্ট সুজন। জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার আছেন খুলনার স্কোয়াডে। যেখানে সবচেয়ে বড় তারকা অধিনায়ক তামিম। তাছাড়া ইয়াসির আলী রাব্বি কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনও ইতোমধ্যেই নিজেদের প্রমাণ করেছেন।
সুজন বলেন, 'আমরা দল হিসেবে খারাপ না। লড়াকু একটা দল। তরুণ ক্রিকেটার আছে। সেটা খুব ভালো যেটা আমি নিজেও পছন্দ করি। অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তামিম, ইয়াসির, সাইফউদ্দিন। বিদেশি ক্রিকেটারও যথেষ্ট ভালো।'