২০২৩ সালে ৩টি টেস্ট সিরিজেই জিততে চান সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
১৯ ঘন্টা আগে
২০২৩ সালে তিনটি দেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই তিনটি দেশ হচ্ছে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। তিনটি টেস্ট সিরিজই জিততে চান সাকিব আল হাসান। সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ হারলেও, বাংলাদেশের লড়াকু মানসিকতা দেখে ম্যাচ জেতার সাহস পাচ্ছেন তিনি।
আগামী বছরের মার্চ-এপ্রিলে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। জুন-জুলাইতেও ঘরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা।

একই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর পোগ্রাম) অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
সাকিব বলেন, '২০২৩ সালে আমাদের তিনটা বা পাঁচটা টেস্ট ম্যাচ আছে এফটিপিতে, যেটা আমি জানি। আমি মনে করি তিনটি সিরিজই আমাদের জেতা উচিত, যে ধরনের দলের সঙ্গে আমরা খেলব। অবশ্যই জেতা উচিত।'
চলতি বছর সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে অবিস্মরণীয় একটি জয় পায় তারা। সাকিবের বিশ্বাস, ম্যাচ বাই ম্যাচ উন্নতি করেছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, 'ওভারঅল যদি সামারি (সারমর্ম) টানি ২০২২ সালের, আমরা ভালো খেলেছি। খুবই ভালো ক্রিকেট খেলেছি। যে জায়গাগুলোয় আমাদের ঘাটতি ছিল, সেখানে অনেক বেশি উন্নতি করেছি আমার কাছে মনে হয়। আমাদের এখন যে ধরনের চিন্তাধারা, ড্রেসিংরুমে যে ধরনের কথা হয়, যে ধরনের লিডারশিপ এখন তৈরি হচ্ছে, ২০২৩ সালে আমরা… অবশ্যই দেখব বলে আমার মনে হয়।'